শীতল আইসল্যান্ডে বলিউড তারকার উষ্ণ প্রেম
অনলাইন ডেস্ক | ২১ অক্টোবর, ২০১৯ ১৩:০৭
ভারতীয় মডেল-অভিনেতা মিলিন্দ সুমন ও তার স্ত্রী অঙ্কিতা কোনওয়ার ছুটি কাটাতে গেছেন হিম শীতল আইসল্যান্ডে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে বোঝা যায়, তাদের প্রেমে উষ্ণ হয়ে উঠছে আবহাওয়া।
জলে ভেসে দুই লাভবার্ড একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আইসল্যান্ডের ব্লু লেগুনে তোলা ছবির ক্যাপশনে মিলিন্দ লেখেন, বাইরের তাপমাত্রা ৩ ডিগ্রি। কিন্তু পানির উষ্ণতা ৩০ ডিগ্রি সেলসিয়াস।
বোঝা যাচ্ছে, তাদের রসায়ন এতটাই উষ্ণ যে পানির ঠান্ডা আর টের পাচ্ছিলেন না। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন অঙ্কিতাও। টু পিস বিকিনিতে নজর কেড়েছেন তিনি।
সম্প্রতি একটি টুথপেস্টের বিজ্ঞাপনে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান মিলিন্দ সুমন ও অঙ্কিতা কোনওয়ার। ভিডিওতে বিয়ে প্রসঙ্গে প্রচলিত ট্যাবু নিয়ে কথা বলেছেন তারা। ভালোবাসা কেমন হওয়া উচিত বা বয়সের ফারাক যে ভালোবাসায় কোনো দিনই বাধা নয় সে কথা আরেকবার মনে করিয়ে দিয়েছেন তারকা দম্পতি।
তাদের মতে, বিয়ে করার একমাত্র আবশ্যকতা হলো দুজন একসঙ্গে সুখী কিনা।
সর্বশেষ ডিসেম্বরে ঘনিষ্ঠজনদের নিয়ে অঙ্কিতাকে সঙ্গে বিয়ে করেন মিলিন্দ। ওই সময় বয়সের পার্থক্য নিয়ে আলোচনায় ছিলেন এই দম্পতি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২১ অক্টোবর, ২০১৯ ১৩:০৭

ভারতীয় মডেল-অভিনেতা মিলিন্দ সুমন ও তার স্ত্রী অঙ্কিতা কোনওয়ার ছুটি কাটাতে গেছেন হিম শীতল আইসল্যান্ডে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতে বোঝা যায়, তাদের প্রেমে উষ্ণ হয়ে উঠছে আবহাওয়া।
জলে ভেসে দুই লাভবার্ড একটি ছবি শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। আইসল্যান্ডের ব্লু লেগুনে তোলা ছবির ক্যাপশনে মিলিন্দ লেখেন, বাইরের তাপমাত্রা ৩ ডিগ্রি। কিন্তু পানির উষ্ণতা ৩০ ডিগ্রি সেলসিয়াস।
বোঝা যাচ্ছে, তাদের রসায়ন এতটাই উষ্ণ যে পানির ঠান্ডা আর টের পাচ্ছিলেন না। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় নিমেষে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন অঙ্কিতাও। টু পিস বিকিনিতে নজর কেড়েছেন তিনি।
সম্প্রতি একটি টুথপেস্টের বিজ্ঞাপনে একসঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ান মিলিন্দ সুমন ও অঙ্কিতা কোনওয়ার। ভিডিওতে বিয়ে প্রসঙ্গে প্রচলিত ট্যাবু নিয়ে কথা বলেছেন তারা। ভালোবাসা কেমন হওয়া উচিত বা বয়সের ফারাক যে ভালোবাসায় কোনো দিনই বাধা নয় সে কথা আরেকবার মনে করিয়ে দিয়েছেন তারকা দম্পতি।
তাদের মতে, বিয়ে করার একমাত্র আবশ্যকতা হলো দুজন একসঙ্গে সুখী কিনা।
সর্বশেষ ডিসেম্বরে ঘনিষ্ঠজনদের নিয়ে অঙ্কিতাকে সঙ্গে বিয়ে করেন মিলিন্দ। ওই সময় বয়সের পার্থক্য নিয়ে আলোচনায় ছিলেন এই দম্পতি।