লাইফ সাপোর্টে হুমায়ূন সাধু
নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর, ২০১৯ ১৩:৩২
লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে হুমায়ূন সাধুকে। মাস খানেক ধরে অসুস্থ থাকা এ পরিচালক, অভিনেতা ও লেখকের জন্য দোয়া চেয়েছে পরিবার।
বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সাধু ২৯ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। কিছুদিন চট্টগ্রামে চিকিৎসা নেওয়ার পর সপ্তাহখানেক আগে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
তখন চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে। ওই সময় পরিবার সাধুকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেন। সে মোতাবেক প্রস্তুতিও নেন। ২২ অক্টোবর তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
কিন্তু রবিবার রাতে দ্বিতীয় দফায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নির্মাতা। এরপর দ্রুত স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ প্রসঙ্গে নির্মাতা ফারুকী বলেন, “আমাদের হুমায়ুন সাধু স্কয়ার হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। যারা তাকে ভালোবাসেন তার জন্যে দোয়া করবেন।”
ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করে সাধুর শোবিজে পথচলা শুরু হয়। ‘ঊনমানুষ’ নাটকে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়ে নেন। নিজেও পরিচালনা করেছেন বেশ কিছু জনপ্রিয় নাটক। সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন সম্প্রতি।
ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে হুমায়ূন সাধুর প্রথম বই ‘ননাই’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২১ অক্টোবর, ২০১৯ ১৩:৩২

লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে হুমায়ূন সাধুকে। মাস খানেক ধরে অসুস্থ থাকা এ পরিচালক, অভিনেতা ও লেখকের জন্য দোয়া চেয়েছে পরিবার।
বর্তমানে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
সাধু ২৯ সেপ্টেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। কিছুদিন চট্টগ্রামে চিকিৎসা নেওয়ার পর সপ্তাহখানেক আগে তাকে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়।
তখন চিকিৎসকেরা জানান, মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হবে। ওই সময় পরিবার সাধুকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেন। সে মোতাবেক প্রস্তুতিও নেন। ২২ অক্টোবর তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে।
কিন্তু রবিবার রাতে দ্বিতীয় দফায় ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন নির্মাতা। এরপর দ্রুত স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ প্রসঙ্গে নির্মাতা ফারুকী বলেন, “আমাদের হুমায়ুন সাধু স্কয়ার হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। যারা তাকে ভালোবাসেন তার জন্যে দোয়া করবেন।”
ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে অভিনয় করে সাধুর শোবিজে পথচলা শুরু হয়। ‘ঊনমানুষ’ নাটকে অভিনয় দিয়ে দর্শকদের নজর কেড়ে নেন। নিজেও পরিচালনা করেছেন বেশ কিছু জনপ্রিয় নাটক। সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন সম্প্রতি।
ফেব্রুয়ারিতে অমর একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে হুমায়ূন সাধুর প্রথম বই ‘ননাই’।