মায়ের সঙ্গে অটোরিকশায় চড়ে ভাইরাল মালাইকা
অনলাইন ডেস্ক | ১৮ নভেম্বর, ২০১৯ ১৬:২৪
বলিউডের আইটেম গার্ল মালাইকা আরোরা। রাত-বিরাতে পার্টি কিংবা রেস্তোরাঁয় লাঞ্চ ডেটেই হোক- পাপারাজ্জিদের চোখ থেকে নিজেকে লুকাতে পারেননি কখনো। সব সময় তাকে খবর সন্ধানীদের কেউ না কেউ অনুসরণ করছেন।
এবার মাকে নিয়ে অটোরিকশায় চড়লেন। সেই ছবিও অনলাইনে ভাইরাল হলো।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাতের অন্ধকারে মাথায় টুপি পড়ে মুখ লুকিয়ে অটো-রিকশায় চড়লেও ঠিকই ধরা পড়ে গেলেন মালাইকা।
কয়েক দিন বিলাসবহুল গাড়ি ছেড়ে মায়ের সঙ্গে অটোরিকশা সফর করলেন ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল। ছবি দেখে বোঝা যায়- রাতের এই ভ্রমণে খুবই মজা করেছেন তারা।
বছরের শুরু থেকে নিজের চেয়ে কম বয়সী নায়ক অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় আছেন মালাইকা। প্রথমে বিষয়টি কেউ স্বীকার করেননি। পরে আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন প্রেম করছেন মালাইকা ও অর্জুন। তবে বিয়ে করছেন কিনা- এই প্রশ্নের উত্তর দেননি তারা।
সপ্তাহ কয়েক আগে মহাসমারোহে পালিত হয় মালাইকার জন্মদিন। মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলের ওই আয়োজনের পুরোটাই সামাল দেন অর্জুন।
শেয়ার করুন
অনলাইন ডেস্ক | ১৮ নভেম্বর, ২০১৯ ১৬:২৪

বলিউডের আইটেম গার্ল মালাইকা আরোরা। রাত-বিরাতে পার্টি কিংবা রেস্তোরাঁয় লাঞ্চ ডেটেই হোক- পাপারাজ্জিদের চোখ থেকে নিজেকে লুকাতে পারেননি কখনো। সব সময় তাকে খবর সন্ধানীদের কেউ না কেউ অনুসরণ করছেন।
এবার মাকে নিয়ে অটোরিকশায় চড়লেন। সেই ছবিও অনলাইনে ভাইরাল হলো।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রাতের অন্ধকারে মাথায় টুপি পড়ে মুখ লুকিয়ে অটো-রিকশায় চড়লেও ঠিকই ধরা পড়ে গেলেন মালাইকা।
কয়েক দিন বিলাসবহুল গাড়ি ছেড়ে মায়ের সঙ্গে অটোরিকশা সফর করলেন ‘ছাঁইয়া ছাঁইয়া’ গার্ল। ছবি দেখে বোঝা যায়- রাতের এই ভ্রমণে খুবই মজা করেছেন তারা।
বছরের শুরু থেকে নিজের চেয়ে কম বয়সী নায়ক অর্জুন কাপুরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় আছেন মালাইকা। প্রথমে বিষয়টি কেউ স্বীকার করেননি। পরে আকার-ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন প্রেম করছেন মালাইকা ও অর্জুন। তবে বিয়ে করছেন কিনা- এই প্রশ্নের উত্তর দেননি তারা।
সপ্তাহ কয়েক আগে মহাসমারোহে পালিত হয় মালাইকার জন্মদিন। মুম্বাইয়ের পাঁচ তারকা হোটেলের ওই আয়োজনের পুরোটাই সামাল দেন অর্জুন।