মাকে ভারতের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন মিমি
নিজস্ব প্রতিবেদক | ১৯ নভেম্বর, ২০১৯ ১৯:১৭
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন সংসদ সদস্য।ভারতের সংসদের উভয় কক্ষে সোমবার থেকে শুরু হয়েছে লোকসভার শীতকালীন অধিবেশন। সাংসদ হওয়ায় প্রথমবার সেই অধিবেশনে যোগ দিয়েছেন মিমি চক্রবর্তী। আর এই স্মরণীয় মুহূর্তে যাদবপুরের তৃণমূল সাংসদের সঙ্গী হয়েছেন তার মা তাপসী চক্রবর্তী। প্রথমবার মা’কে নিয়ে সংসদে যেতে পেরে যারপরনাই খুশি অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী।
সোমবার অধিবেশন শুরুর আগে মা তাপসী চক্রবর্তীকে ঘুরিয়ে দেখিয়েছেন সংসদ চত্বর। মেয়ের সুবাদে সংসদের মতো স্থানে প্রবেশ করতে পেরে সর্বোপরি ঘুরে দেখতে পেরে আপ্লুত মা’ও। সংসদের অভিজ্ঞতা নিয়ে মা তাপসী বলেন, ‘আমি খুব খুশি। একজন মায়ের জন্য এর থেকে বেশি পাওনা আর কী-ই বা হতে পারে? জনপ্রতিনিধি হয়ে মেয়ে অধিবেশনে বক্তব্য রাখছে, এটাই তো বড় কথা। আর সংসদ চত্বর ঘুরে কেমন লাগল তার? সেই প্রশ্ন ছুঁড়তেই, আপ্লুত মা তাপসী চক্রবর্তী বলেন, ‘দিল্লিতে এসে এর আগে তো সংসদ ভবনের বাইরে থেকেই ঘুরে গিয়েছি। কারণ, সাধারণ মানুষ হিসেবে তো আর প্রবেশাধিকার সম্ভব ছিল না। তবে এই প্রথমবার মেয়ের জন্য ঢুকতে পারলাম। সেই জন্য ভীষণ গর্বিত এবং আনন্দিতও।’ মেয়ে যে অধিবেশন শুরুর আগে গোটা চত্বর ঘুরিয়ে দেখিয়েছেন তাকে, সে কথাও জানান পাশাপাশি। গতকালই পার্লামেন্টে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৯ নভেম্বর, ২০১৯ ১৯:১৭

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী এখন সংসদ সদস্য।ভারতের সংসদের উভয় কক্ষে সোমবার থেকে শুরু হয়েছে লোকসভার শীতকালীন অধিবেশন। সাংসদ হওয়ায় প্রথমবার সেই অধিবেশনে যোগ দিয়েছেন মিমি চক্রবর্তী। আর এই স্মরণীয় মুহূর্তে যাদবপুরের তৃণমূল সাংসদের সঙ্গী হয়েছেন তার মা তাপসী চক্রবর্তী। প্রথমবার মা’কে নিয়ে সংসদে যেতে পেরে যারপরনাই খুশি অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী।
সোমবার অধিবেশন শুরুর আগে মা তাপসী চক্রবর্তীকে ঘুরিয়ে দেখিয়েছেন সংসদ চত্বর। মেয়ের সুবাদে সংসদের মতো স্থানে প্রবেশ করতে পেরে সর্বোপরি ঘুরে দেখতে পেরে আপ্লুত মা’ও। সংসদের অভিজ্ঞতা নিয়ে মা তাপসী বলেন, ‘আমি খুব খুশি। একজন মায়ের জন্য এর থেকে বেশি পাওনা আর কী-ই বা হতে পারে? জনপ্রতিনিধি হয়ে মেয়ে অধিবেশনে বক্তব্য রাখছে, এটাই তো বড় কথা। আর সংসদ চত্বর ঘুরে কেমন লাগল তার? সেই প্রশ্ন ছুঁড়তেই, আপ্লুত মা তাপসী চক্রবর্তী বলেন, ‘দিল্লিতে এসে এর আগে তো সংসদ ভবনের বাইরে থেকেই ঘুরে গিয়েছি। কারণ, সাধারণ মানুষ হিসেবে তো আর প্রবেশাধিকার সম্ভব ছিল না। তবে এই প্রথমবার মেয়ের জন্য ঢুকতে পারলাম। সেই জন্য ভীষণ গর্বিত এবং আনন্দিতও।’ মেয়ে যে অধিবেশন শুরুর আগে গোটা চত্বর ঘুরিয়ে দেখিয়েছেন তাকে, সে কথাও জানান পাশাপাশি। গতকালই পার্লামেন্টে মায়ের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলে, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ।