শাহরুখের বাড়িতে ভাড়া থাকতে কত টাকা লাগবে?
অনলাইন ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২০ ১৩:০৩
শাহরুখ খানের আলিশান বাংলো মান্নাত নিয়ে ভক্তদের অনেক কৌতূহল। সেই বাড়িতে ভাড়া থাকতে কেমন খরচ পড়বে? সোশ্যাল মিডিয়ায় সরাসরি শাহরুখ খানকেই এমন প্রশ্ন করে বসলেন এক ভক্ত। কিং খানের জবাবও ছিল মজার।
টুইটারে ফ্যানদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মেতে থাকা শাহরুখ খানের পুরোনো অভ্যাস। এর আগেও বেশ কয়েকবার ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ চ্যালেঞ্জে মেতেছিলেন। ঠিক এমনটাই হয়েছিল বুধবার।
বেশ খানিকক্ষণের জন্য টুইটারে লাইভ চ্যাটে এসেছিলেন শাহরুখ। প্রিয় অভিনেতাকে পছন্দের প্রশ্ন করার সুযোগ ছাড়তে চাননি কেউই।
সেখানে এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করে বসেন, “স্যার মান্নাতে একটা ঘর ভাড়া চাই। কত দাম পড়বে?” এমন প্রশ্নের দারুণ মজা করে জবাব দিয়েছেন শাহরুখও। অভিনেতা লেখেন, “৩০ বছরের মেহনত দরকার।”
বলিউডে এখন নতুন অভিনেতাদের ডেবিউ হলেই সবকিছুর সঙ্গে ভেসে আসে একটা শব্দ, ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ। তবে বিটাউনে জায়গা বানাতে শাহরুখকে কোনো ‘গডফাদার’ সাহায্য করেননি এ কথা প্রায় সকলেরই জানা।
ক্যারিয়ার থেকে প্রেম, রিল থেকে রিয়েল লাইফ সবখানেই রীতিমতো লড়ে জায়গা বানিয়েছেন শাহরুখ খান। বহুদিনের পরিশ্রমের পর বানিয়েছেন সাধের আলিশান বাংলো ‘মান্নাত’। তাই সেখানে ঘর ভাড়া চাওয়ায় ভক্তের উদ্দেশে শাহরুখের সাফ জবাব, “পরিশ্রমের ফলেই বাস্তবে এসব পাওয়া সম্ভব।”
এ দিকে এক ভক্ত কেমিস্ট্রি পড়ার জন্য শাহরুখের সাহায্য চেয়েছিলেন। শাহরুখ বলেন, “এই ব্যাপারটা সুস্মিতা সেন ভালো বলতে পারবেন।” প্রসঙ্গত, ফারাহ খানের ‘ম্যায় হু না’ ছবিতে শাহরুখের কেমিস্ট্রি শিক্ষিকা ছিলেন সুস্মিতা সেন।
এ দিন তাই অভিনেতা রিতেশ দেশমুখ শাহরুখের উদ্দেশে প্রশ্ন করেন, “(ছোট ছেলে) আব্রামের থেকে শেখা একটা জিনিস বলুন।” পাল্টা টুইটে শাহরুখের জবাব, “যখনই খিদে পাবে, কিংবা রাগ হবে বা খুব দুঃখ হবে শুধু নিজের প্রিয় ভিডিও গেম খেলতে খেলতে একবার হালকা করে কেঁদে নাও…।” বাকিটা শাহরুখ ঊহ্য রাখলেও এ কথা বুঝতে কারো বাকি নেই যে আব্রামের চোখে জল মোটেই সইতে পারেন না। তাই একটু কেঁদে দিলেই সব মুশকিল আসান হয়ে যায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ জানুয়ারি, ২০২০ ১৩:০৩

শাহরুখ খানের আলিশান বাংলো মান্নাত নিয়ে ভক্তদের অনেক কৌতূহল। সেই বাড়িতে ভাড়া থাকতে কেমন খরচ পড়বে? সোশ্যাল মিডিয়ায় সরাসরি শাহরুখ খানকেই এমন প্রশ্ন করে বসলেন এক ভক্ত। কিং খানের জবাবও ছিল মজার।
টুইটারে ফ্যানদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে মেতে থাকা শাহরুখ খানের পুরোনো অভ্যাস। এর আগেও বেশ কয়েকবার ভক্তদের সঙ্গে ‘আস্ক মি এনিথিং’ চ্যালেঞ্জে মেতেছিলেন। ঠিক এমনটাই হয়েছিল বুধবার।
বেশ খানিকক্ষণের জন্য টুইটারে লাইভ চ্যাটে এসেছিলেন শাহরুখ। প্রিয় অভিনেতাকে পছন্দের প্রশ্ন করার সুযোগ ছাড়তে চাননি কেউই।
সেখানে এক ভক্ত শাহরুখকে প্রশ্ন করে বসেন, “স্যার মান্নাতে একটা ঘর ভাড়া চাই। কত দাম পড়বে?” এমন প্রশ্নের দারুণ মজা করে জবাব দিয়েছেন শাহরুখও। অভিনেতা লেখেন, “৩০ বছরের মেহনত দরকার।”
বলিউডে এখন নতুন অভিনেতাদের ডেবিউ হলেই সবকিছুর সঙ্গে ভেসে আসে একটা শব্দ, ‘নেপোটিজম’ বা স্বজনপোষণ। তবে বিটাউনে জায়গা বানাতে শাহরুখকে কোনো ‘গডফাদার’ সাহায্য করেননি এ কথা প্রায় সকলেরই জানা।
ক্যারিয়ার থেকে প্রেম, রিল থেকে রিয়েল লাইফ সবখানেই রীতিমতো লড়ে জায়গা বানিয়েছেন শাহরুখ খান। বহুদিনের পরিশ্রমের পর বানিয়েছেন সাধের আলিশান বাংলো ‘মান্নাত’। তাই সেখানে ঘর ভাড়া চাওয়ায় ভক্তের উদ্দেশে শাহরুখের সাফ জবাব, “পরিশ্রমের ফলেই বাস্তবে এসব পাওয়া সম্ভব।”
এ দিকে এক ভক্ত কেমিস্ট্রি পড়ার জন্য শাহরুখের সাহায্য চেয়েছিলেন। শাহরুখ বলেন, “এই ব্যাপারটা সুস্মিতা সেন ভালো বলতে পারবেন।” প্রসঙ্গত, ফারাহ খানের ‘ম্যায় হু না’ ছবিতে শাহরুখের কেমিস্ট্রি শিক্ষিকা ছিলেন সুস্মিতা সেন।
এ দিন তাই অভিনেতা রিতেশ দেশমুখ শাহরুখের উদ্দেশে প্রশ্ন করেন, “(ছোট ছেলে) আব্রামের থেকে শেখা একটা জিনিস বলুন।” পাল্টা টুইটে শাহরুখের জবাব, “যখনই খিদে পাবে, কিংবা রাগ হবে বা খুব দুঃখ হবে শুধু নিজের প্রিয় ভিডিও গেম খেলতে খেলতে একবার হালকা করে কেঁদে নাও…।” বাকিটা শাহরুখ ঊহ্য রাখলেও এ কথা বুঝতে কারো বাকি নেই যে আব্রামের চোখে জল মোটেই সইতে পারেন না। তাই একটু কেঁদে দিলেই সব মুশকিল আসান হয়ে যায়।