লকডাউনে ১৪০০ কিমি গাড়ি চালিয়ে অসুস্থ মায়ের পাশে স্বরা
অনলাইন ডেস্ক | ২৩ মে, ২০২০ ১৬:১৫
স্বরার মা অধ্যাপিকা ইরা ভাস্কর থাকেন দিল্লিতে
পড়ে দিয়ে কাঁধে ভীষণ চোট পেয়েছেন স্বরা ভাস্করের মা। অপারেশন না করে কোনো উপায় গতি নেই। তিনি থাকেন দিল্লিতে, আর মেয়ে মুম্বাইয়ে। এ অবস্থায় মাকে না দেখে থাকতে পারছিলেন না বলিউড অভিনেত্রী। লকডাউনে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় নিজেই গাড়ি নিয়ে দিল্লির উদ্দেশে বেরিয়ে পড়লেন।
সংবাদ প্রতিদিন জানায়, স্বরা লকডাউনের জন্য ২ মাস ধরে মুম্বাইতে আটকে আছেন। ফলে মা অধ্যাপিকা ইরা ভাস্করের সঙ্গে দেখা হয়নি অনেকদিন। তিনি একাই থাকেন দিল্লিতে। এমন পরিস্থিতির মাঝেই ঘটে গেল অঘটন!
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তড়িঘড়ি অপারেশন না করলেই নয়! অতঃপর মুম্বাই থেকেই কোনোরকমে দিল্লির উদ্দেশে সড়কপথে রওনা হলেন অভিনেত্রী। ১৪০০ কিলোমিটার দীর্ঘ পথে নিজেই গাড়ি চালান।
গত সপ্তাহেই দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি যে এতটা সঙ্গীন তা বুঝতে পারেননি প্রথমে। তবে দিল্লি থেকে মায়ের শারীরিক পরিস্থিতির খবর আসতেই এক মুহূর্তও দেরী করেননি স্বরা। প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে স্বরার মন্তব্য, “গত সপ্তাহেই দিল্লির বাড়িতে পড়ে গিয়ে মায়ের কাঁধের হাড় ভেঙে গিয়েছে। কেন এই সময়ে আমি মায়ের পাশে নেই, ভেবেই ভীষণ অনুশোচনা হচ্ছে। মুম্বাইয়ে বসে খবর পেয়ে প্রথমটায় ভীষণ ভেঙে পড়েছিলাম। কিন্তু আমার এক আত্মীয়া থাকায়, একটু আস্বস্ত হই। উনিই বাড়িতে গিয়ে আমার মায়ের সাহায্য করেন। এরপর প্রশাসনের কাছ থেকে অনুমতি নিই। দুদিনে ১৪০০ কিমি পথ এলাম। তবে একাই আসিনি। আমার ৫ পোষ্যকেও সঙ্গে নিয়ে এসেছি। কারণ, ওদের দেখভাল করারও তো কেউ নেই!”
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ মে, ২০২০ ১৬:১৫

পড়ে দিয়ে কাঁধে ভীষণ চোট পেয়েছেন স্বরা ভাস্করের মা। অপারেশন না করে কোনো উপায় গতি নেই। তিনি থাকেন দিল্লিতে, আর মেয়ে মুম্বাইয়ে। এ অবস্থায় মাকে না দেখে থাকতে পারছিলেন না বলিউড অভিনেত্রী। লকডাউনে যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকায় নিজেই গাড়ি নিয়ে দিল্লির উদ্দেশে বেরিয়ে পড়লেন।
সংবাদ প্রতিদিন জানায়, স্বরা লকডাউনের জন্য ২ মাস ধরে মুম্বাইতে আটকে আছেন। ফলে মা অধ্যাপিকা ইরা ভাস্করের সঙ্গে দেখা হয়নি অনেকদিন। তিনি একাই থাকেন দিল্লিতে। এমন পরিস্থিতির মাঝেই ঘটে গেল অঘটন!
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তড়িঘড়ি অপারেশন না করলেই নয়! অতঃপর মুম্বাই থেকেই কোনোরকমে দিল্লির উদ্দেশে সড়কপথে রওনা হলেন অভিনেত্রী। ১৪০০ কিলোমিটার দীর্ঘ পথে নিজেই গাড়ি চালান।
গত সপ্তাহেই দুর্ঘটনা ঘটেছে। পরিস্থিতি যে এতটা সঙ্গীন তা বুঝতে পারেননি প্রথমে। তবে দিল্লি থেকে মায়ের শারীরিক পরিস্থিতির খবর আসতেই এক মুহূর্তও দেরী করেননি স্বরা। প্রশাসনের কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়েছেন।
এ প্রসঙ্গে স্বরার মন্তব্য, “গত সপ্তাহেই দিল্লির বাড়িতে পড়ে গিয়ে মায়ের কাঁধের হাড় ভেঙে গিয়েছে। কেন এই সময়ে আমি মায়ের পাশে নেই, ভেবেই ভীষণ অনুশোচনা হচ্ছে। মুম্বাইয়ে বসে খবর পেয়ে প্রথমটায় ভীষণ ভেঙে পড়েছিলাম। কিন্তু আমার এক আত্মীয়া থাকায়, একটু আস্বস্ত হই। উনিই বাড়িতে গিয়ে আমার মায়ের সাহায্য করেন। এরপর প্রশাসনের কাছ থেকে অনুমতি নিই। দুদিনে ১৪০০ কিমি পথ এলাম। তবে একাই আসিনি। আমার ৫ পোষ্যকেও সঙ্গে নিয়ে এসেছি। কারণ, ওদের দেখভাল করারও তো কেউ নেই!”