ইরানী বিশ্বাসের মেটামরফসিস
নিজস্ব প্রতিবেদক | ২৩ মে, ২০২০ ১৬:১৭
ঈদের দিন রাত ১১টায় দীপ্ত টিভির ঈদ আয়োজনে থাকছে নাটক মেটামরফসিস। ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন দর্শক নন্দিত জুটি মেহজাবিন-নিশো। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আইটেম কন্যা বিপাশা কবির।
নাটক সম্পর্কে পরিচালক বলেন, ‘আমার সমস্ত নাটকের কাহিনি ব্যতিক্রম। এক ঘেয়েমী বা একই ধরনের নাটক কখনোই আমি দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই না। তারই ধারাবাহিকতায় আমার এবারের নাটক একেবারে ভিন্ন ধরনের কাহিনি বিন্যাসে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। নাটকের মূল থিম নেওয়া হয়েছে আমাদেরই চারপাশে ঘটে যাওয়া অজস্র ঘটনারই ঘনীভূত ঘটনা। নাটকে নিশো একজন মঞ্চ নাটক লেখক ও নির্দেশক। আর মেহজাবিন একজন ডাক্তার। বড়লোকের আদুরে মেয়েটি মেডিকেলে পড়ার সময় নিশোর একটি নাটক দেখে তার প্রেমে পড়ে যায়। বিবাহিত জীবনে তাদের একটি সন্তান হয়। চলমান সাংসারিক জীবনে একটা সময় এসে মেহজাবিন উপলব্ধি করে কালচারাল ট্যালেন্টেড মানুষগুলির এ্যামবিশান থাকে না। তারা ছন্নছাড়া বাউন্ডুলে হয়। এই ভাবনা থেকে একের পর এক জন্ম নিতে থাকে অপ্রত্যাশিত ঘটনা। এ ভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি। আশা করি নাটকটি সকল দর্শকদের ভালো লাগবে।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ মে, ২০২০ ১৬:১৭

ঈদের দিন রাত ১১টায় দীপ্ত টিভির ঈদ আয়োজনে থাকছে নাটক মেটামরফসিস। ইরানী বিশ্বাসের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন দর্শক নন্দিত জুটি মেহজাবিন-নিশো। একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আইটেম কন্যা বিপাশা কবির।
নাটক সম্পর্কে পরিচালক বলেন, ‘আমার সমস্ত নাটকের কাহিনি ব্যতিক্রম। এক ঘেয়েমী বা একই ধরনের নাটক কখনোই আমি দর্শকদের সামনে উপস্থাপন করতে চাই না। তারই ধারাবাহিকতায় আমার এবারের নাটক একেবারে ভিন্ন ধরনের কাহিনি বিন্যাসে দর্শকদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। নাটকের মূল থিম নেওয়া হয়েছে আমাদেরই চারপাশে ঘটে যাওয়া অজস্র ঘটনারই ঘনীভূত ঘটনা। নাটকে নিশো একজন মঞ্চ নাটক লেখক ও নির্দেশক। আর মেহজাবিন একজন ডাক্তার। বড়লোকের আদুরে মেয়েটি মেডিকেলে পড়ার সময় নিশোর একটি নাটক দেখে তার প্রেমে পড়ে যায়। বিবাহিত জীবনে তাদের একটি সন্তান হয়। চলমান সাংসারিক জীবনে একটা সময় এসে মেহজাবিন উপলব্ধি করে কালচারাল ট্যালেন্টেড মানুষগুলির এ্যামবিশান থাকে না। তারা ছন্নছাড়া বাউন্ডুলে হয়। এই ভাবনা থেকে একের পর এক জন্ম নিতে থাকে অপ্রত্যাশিত ঘটনা। এ ভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনি। আশা করি নাটকটি সকল দর্শকদের ভালো লাগবে।’