৩৯ লাখ টাকার সিনেমায় তিনগুণ লাভ
অনলাইন ডেস্ক | ২৯ জুন, ২০২০ ১০:৪৩
'উল্টাপাল্টা ৬৯' সিনেমার দুই তারকা মান্না ও পূর্ণিমা
ইউটিউবে নিয়মিত সিনেমা বানানোর গল্প শোনাচ্ছেন পরিচালক মালেক আফসারী। সাম্প্রতিক এক আলোচনায় আনেন মান্না ও পূর্ণিমা অভিনীত ‘উল্টাপাল্টা ৬৯’ নির্মাণের পেছনের গল্প ও অন্যান্য প্রসঙ্গ। বললেন, ৩৯ লাখ টাকা লগ্নি করে ফেরত পান তিনগুণ টাকা।
২০০৫-০৬ এর দিকে স্ত্রী রোজী আফসারীর চিকিৎসার জন্য মালেক আফসারী প্রায়ই চেন্নাই যেতেন। রোজী নারীদের জন্য বিশেষায়িত হাসপাতালে ভর্তি হওয়ায় অবসর সময়ে তামিল-তেলুগু চলচ্চিত্র দেখে সময় কাটাতেন আফসারী৷
এ সময় এসএস রাজামৌলি পরিচালিত ‘বিক্রমাকুডু’ দেখলে ছোট্ট মেয়ের আবেগতাড়িত চরিত্রটি মনে গেথে যায়। পরে এ ছবির অনুকরণে ‘উল্টাপাল্টা ৬৯’ নির্মাণ ও বিনিয়োগের অনুপ্রেরণা দেন রোজী।
ওই সময় আফসারীর হাতে প্রযোজনা করার মতো যথেষ্ট টাকা ছিল না। মান্না, পুর্ণিমা, নাসির খান, কাজী হায়াৎসহ ছবির শিল্পী ও কলাকুশলী সামান্য কিছু সাইনিং মানি নিয়ে বাকিতে কাজ করেন। পরে সিনেমাটি আর্থিকভাবে লাভের মুখ দেখলে পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়।
‘উল্টাপাল্টা ৬৯’-এর পেছনে মালেক আফসারীর খরচ হয়েছিল মাত্র ৩৯ লাখ টাকা। পরবর্তীতে তিনি প্রায় তিনগুণ টাকা ফেরত পেয়েছেন।
‘উল্টাপাল্টা ৬৯’-এর শুটিংয়ের মাঝেই খলঅভিনেতা নাসির খান মারা যান।পরে ডামি ব্যবহার করে শুটিং শেষ করা হয়। আর নাসির খানের বেশ কিছু সিনেমা দেখে তার মতো করে ডাবিংয়ে কণ্ঠ দেন মালেক আফসারী।
এ সিনেমা সেন্সরের দুদিন আগে রোজী আফসারী মারা গেলে ভীষণ ভেঙে পড়েন বলেও জানান মালেক আফসারী।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৯ জুন, ২০২০ ১০:৪৩

ইউটিউবে নিয়মিত সিনেমা বানানোর গল্প শোনাচ্ছেন পরিচালক মালেক আফসারী। সাম্প্রতিক এক আলোচনায় আনেন মান্না ও পূর্ণিমা অভিনীত ‘উল্টাপাল্টা ৬৯’ নির্মাণের পেছনের গল্প ও অন্যান্য প্রসঙ্গ। বললেন, ৩৯ লাখ টাকা লগ্নি করে ফেরত পান তিনগুণ টাকা।
২০০৫-০৬ এর দিকে স্ত্রী রোজী আফসারীর চিকিৎসার জন্য মালেক আফসারী প্রায়ই চেন্নাই যেতেন। রোজী নারীদের জন্য বিশেষায়িত হাসপাতালে ভর্তি হওয়ায় অবসর সময়ে তামিল-তেলুগু চলচ্চিত্র দেখে সময় কাটাতেন আফসারী৷
এ সময় এসএস রাজামৌলি পরিচালিত ‘বিক্রমাকুডু’ দেখলে ছোট্ট মেয়ের আবেগতাড়িত চরিত্রটি মনে গেথে যায়। পরে এ ছবির অনুকরণে ‘উল্টাপাল্টা ৬৯’ নির্মাণ ও বিনিয়োগের অনুপ্রেরণা দেন রোজী।
ওই সময় আফসারীর হাতে প্রযোজনা করার মতো যথেষ্ট টাকা ছিল না। মান্না, পুর্ণিমা, নাসির খান, কাজী হায়াৎসহ ছবির শিল্পী ও কলাকুশলী সামান্য কিছু সাইনিং মানি নিয়ে বাকিতে কাজ করেন। পরে সিনেমাটি আর্থিকভাবে লাভের মুখ দেখলে পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হয়।
‘উল্টাপাল্টা ৬৯’-এর পেছনে মালেক আফসারীর খরচ হয়েছিল মাত্র ৩৯ লাখ টাকা। পরবর্তীতে তিনি প্রায় তিনগুণ টাকা ফেরত পেয়েছেন।
‘উল্টাপাল্টা ৬৯’-এর শুটিংয়ের মাঝেই খলঅভিনেতা নাসির খান মারা যান।পরে ডামি ব্যবহার করে শুটিং শেষ করা হয়। আর নাসির খানের বেশ কিছু সিনেমা দেখে তার মতো করে ডাবিংয়ে কণ্ঠ দেন মালেক আফসারী।
এ সিনেমা সেন্সরের দুদিন আগে রোজী আফসারী মারা গেলে ভীষণ ভেঙে পড়েন বলেও জানান মালেক আফসারী।