অস্কারে যাচ্ছে ‘জাল্লিকাট্টু’
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২০ ২০:৫৭
অস্কারে যেতে ভারত থেকে নির্বাচিত হলো মালয়ালাম সিনেমা ‘জাল্লিকাট্টু’। ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ছবির জন্য ভারতের প্রতিনিধিত্ব করবে এ সিনেমা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২৭টি সিনেমা থেকে জাল্লিকাট্টুকে বেছে নেন জুরিরা। আলোচিত অনেক ছবিকেই পেছনে ফেলে ২০১৯ সালে নির্মিত এ মালয়ালাম ছবি।
অস্কারে যাওয়ার দৌড়ে ছিল ‘দ্য ডিসাইপল’, ‘শকুন্তলা দেবী’, ‘শিকারা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘ছপাক’, ‘একে ভার্সাস একে’, ‘গুলাবো সিতাবো’, ‘ভোসলে’, ‘কামিয়াব’, ‘ছলাং’, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘বুলবুল’, ‘সিরিয়াস ম্যানের’ মতো ছবি।
তামিলদের প্রাচীন ঐতিহ্যবাহী এক ক্রীড়া উৎসব নিয়ে জাল্লিকাট্টু নির্মাণ করেন পরিচালক লিজো জোসে পেলিসারি। জাল্লিকাট্টু নামেই পরিচিত ওই খেলা, একই নামে সিনেমাটি বানান পেলিসারি। একটি ষাঁড়কে তার শিং ধরে কাবু করতে হয় খেলাটিতে।
ছবিতে দেখানো হয়, হারিয়ে যাওয়া একটি ষাঁড়কে খুঁজতে রাস্তায় নেমে পড়ে প্রায় গোটা গ্রাম। হাতে মশাল নিয়ে ওই ষাঁড়কে খুঁজতে বন, জঙ্গল পেরিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে শুরু করে মানুষ।
জুরি বোর্ডের চেয়ারম্যান রাহুল রাওয়াল বলেন, ‘পেলিসারির সিনেমা মানুষ যে পশুর চেয়েও অধম সেই দিকটা তুলে ধরেছে। এমন ছবির প্রোডাকশনের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। এমন আবেগ, যা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। লিজো অত্যন্ত গুণী পরিচালক। তাই আমরা জাল্লিকাট্টুকে বেছে নিয়েছি।’
সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান্টনি ভারগিস, চেম্বান বিনোদ জোসে, সাবুমন আবুসামাদ এবং স্যান্টি বালাচন্দ্রণ। এস হরেশের গল্পের অবলম্বন করে এই সিনেমা বানানো হয়। দেশে-বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে জাল্লিকাট্টু।
২০১৯ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই ছবির। ৫০তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেলিসারি সেরা পরিচালকের পুরস্কার পান। গত বছর জোয়া আখতারের সিনেমা ‘গল্লি বয়’ অস্কারের জন্য ভারতের প্রতিনিধিত্ব করেছিল।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ নভেম্বর, ২০২০ ২০:৫৭

অস্কারে যেতে ভারত থেকে নির্বাচিত হলো মালয়ালাম সিনেমা ‘জাল্লিকাট্টু’। ৯৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা বিদেশি ছবির জন্য ভারতের প্রতিনিধিত্ব করবে এ সিনেমা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ২৭টি সিনেমা থেকে জাল্লিকাট্টুকে বেছে নেন জুরিরা। আলোচিত অনেক ছবিকেই পেছনে ফেলে ২০১৯ সালে নির্মিত এ মালয়ালাম ছবি।
অস্কারে যাওয়ার দৌড়ে ছিল ‘দ্য ডিসাইপল’, ‘শকুন্তলা দেবী’, ‘শিকারা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘ছপাক’, ‘একে ভার্সাস একে’, ‘গুলাবো সিতাবো’, ‘ভোসলে’, ‘কামিয়াব’, ‘ছলাং’, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’, ‘বুলবুল’, ‘সিরিয়াস ম্যানের’ মতো ছবি।
তামিলদের প্রাচীন ঐতিহ্যবাহী এক ক্রীড়া উৎসব নিয়ে জাল্লিকাট্টু নির্মাণ করেন পরিচালক লিজো জোসে পেলিসারি। জাল্লিকাট্টু নামেই পরিচিত ওই খেলা, একই নামে সিনেমাটি বানান পেলিসারি। একটি ষাঁড়কে তার শিং ধরে কাবু করতে হয় খেলাটিতে।
ছবিতে দেখানো হয়, হারিয়ে যাওয়া একটি ষাঁড়কে খুঁজতে রাস্তায় নেমে পড়ে প্রায় গোটা গ্রাম। হাতে মশাল নিয়ে ওই ষাঁড়কে খুঁজতে বন, জঙ্গল পেরিয়ে বিভিন্ন জায়গায় ছুটতে শুরু করে মানুষ।
জুরি বোর্ডের চেয়ারম্যান রাহুল রাওয়াল বলেন, ‘পেলিসারির সিনেমা মানুষ যে পশুর চেয়েও অধম সেই দিকটা তুলে ধরেছে। এমন ছবির প্রোডাকশনের জন্য আমাদের গর্বিত হওয়া উচিত। এমন আবেগ, যা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। লিজো অত্যন্ত গুণী পরিচালক। তাই আমরা জাল্লিকাট্টুকে বেছে নিয়েছি।’
সিনেমাটিতে অভিনয় করেছেন অ্যান্টনি ভারগিস, চেম্বান বিনোদ জোসে, সাবুমন আবুসামাদ এবং স্যান্টি বালাচন্দ্রণ। এস হরেশের গল্পের অবলম্বন করে এই সিনেমা বানানো হয়। দেশে-বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রশংসা কুড়িয়েছে জাল্লিকাট্টু।
২০১৯ সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় এই ছবির। ৫০তম ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পেলিসারি সেরা পরিচালকের পুরস্কার পান। গত বছর জোয়া আখতারের সিনেমা ‘গল্লি বয়’ অস্কারের জন্য ভারতের প্রতিনিধিত্ব করেছিল।