ম্যারাডোনার প্রয়াণে স্তব্ধ বলিউড
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ১৩:৪৯
শাহরুখ লেখেন, পৃথিবীকে যেভাবে আনন্দ দিয়েছো, হয়তো স্বর্গে গিয়েও সেই কাজ করবে
বিশ্ব ফুটবলের রাজপুত্র ডিয়েগো ম্যারাডোনা হৃদ্রোগে আক্রান্ত হয়ে বুধবার মারা যান। বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দুনিয়া। সেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডেও।
ম্যারাডোনার জীবনাবসানে শাহরুখ খান থেকে শুরু করে রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান-সহ অন্যান্য সেলিব্রিটিরা শোক প্রকাশ করেছেন।
ফুটবল কিংবদন্তির একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কিং খান লেখেন, “ডিয়েগো ম্যারাডোনা... তুমি ফুটবলকে আরও সুন্দর বানিয়েছো। তোমাকে সবাই খুব মিস করব। এই পৃথিবীকে তুমি যেভাবে আনন্দ দিয়েছো, হয়তো স্বর্গে গিয়েও সেই কাজ করবে।”
তরুণ ম্যারাডোনার একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন রণবীর সিং। ক্যাপশনে তিনি ‘ডিয়েগো ম্যারাডোনা’ হ্যাশট্যাগ দিয়ে ভগ্নহৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।
বিশ্বকাপ জয়ের পর কাপে ম্যারাডোনার চুম্বনের ছবিটি পোস্ট করেছেন অর্জুন কাপুর। ক্যাপশনে এ কিংবদন্তির আত্মার শান্তি কামনা করেন তিনি।
কারিশমা কাপুর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রয়াতের সঙ্গে তোলা দুটি ছবি। ক্যাপশনে লেখেন, “কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে আমার গর্বের সাক্ষাৎ।” একটি ছবিতে কারিশমার হাতে চুম্বন দিতে দেখা যাচ্ছে ম্যারাডোনাকে।
কারিনা কাপুর ফুটবলারের ছবি শেয়ার করে আত্মার শান্তি কামনা করেন। প্রিয়াঙ্কা চোপড়াও ছবি শেয়ার করে লেখেন, “শান্তিতে বিশ্রাম নিন ম্যারাডোনা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। একজন প্রকৃত কিংবদন্তি।”
এ ছাড়া অভিষেক বচ্চন, কুণাল কাপুর, রাহুল বোস, জেনেলিয়া দেশমুখ-সহ অনেকে শোক প্রকাশ করেছেন ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ১৩:৪৯

বিশ্ব ফুটবলের রাজপুত্র ডিয়েগো ম্যারাডোনা হৃদ্রোগে আক্রান্ত হয়ে বুধবার মারা যান। বয়স হয়েছিল মাত্র ৬০ বছর। তার প্রয়াণে শোকস্তব্ধ গোটা দুনিয়া। সেই শোকের ছায়া নেমে এসেছে বলিউডেও।
ম্যারাডোনার জীবনাবসানে শাহরুখ খান থেকে শুরু করে রণবীর সিং, প্রিয়াঙ্কা চোপড়া, কারিনা কাপুর খান-সহ অন্যান্য সেলিব্রিটিরা শোক প্রকাশ করেছেন।
ফুটবল কিংবদন্তির একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে কিং খান লেখেন, “ডিয়েগো ম্যারাডোনা... তুমি ফুটবলকে আরও সুন্দর বানিয়েছো। তোমাকে সবাই খুব মিস করব। এই পৃথিবীকে তুমি যেভাবে আনন্দ দিয়েছো, হয়তো স্বর্গে গিয়েও সেই কাজ করবে।”
তরুণ ম্যারাডোনার একটি সাদা-কালো ছবি পোস্ট করেছেন রণবীর সিং। ক্যাপশনে তিনি ‘ডিয়েগো ম্যারাডোনা’ হ্যাশট্যাগ দিয়ে ভগ্নহৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।
বিশ্বকাপ জয়ের পর কাপে ম্যারাডোনার চুম্বনের ছবিটি পোস্ট করেছেন অর্জুন কাপুর। ক্যাপশনে এ কিংবদন্তির আত্মার শান্তি কামনা করেন তিনি।
কারিশমা কাপুর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রয়াতের সঙ্গে তোলা দুটি ছবি। ক্যাপশনে লেখেন, “কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে আমার গর্বের সাক্ষাৎ।” একটি ছবিতে কারিশমার হাতে চুম্বন দিতে দেখা যাচ্ছে ম্যারাডোনাকে।
কারিনা কাপুর ফুটবলারের ছবি শেয়ার করে আত্মার শান্তি কামনা করেন। প্রিয়াঙ্কা চোপড়াও ছবি শেয়ার করে লেখেন, “শান্তিতে বিশ্রাম নিন ম্যারাডোনা। সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। একজন প্রকৃত কিংবদন্তি।”
এ ছাড়া অভিষেক বচ্চন, কুণাল কাপুর, রাহুল বোস, জেনেলিয়া দেশমুখ-সহ অনেকে শোক প্রকাশ করেছেন ।