আসছে ‘এক্সট্রাকশন ২’, শুটিং সামনের বছর
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ১৭:৫৯
বাংলাদেশের ঢাকা শহর নিয়ে তৈরি হওয়া সিনেমা এক্সট্রাকশনের সিক্যুয়াল তৈরির ঘোষণা দিয়েছেন জো রুশো। জানিয়েছেন, সামনের বছরই দ্বিতীয় কিস্তির শুটিং শুরু করবেন।
হলিউডের স্ট্যান্টম্যান স্যাম হারগেভের পরিচালক হিসেবে প্রথম ছবি ছিল এটি। এর আগে তিনি ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬), অ্যাভেঞ্জার্স: এন্ডগেমে (২০১৯) স্ট্যান্ট কো-অর্ডিনেটরের কাজ করেছেন।
ছবিটি প্রযোজনা করেন হলিউডের জনপ্রিয় দুই ভাই, এন্টনি রুশো আর জো রুশো। অভিনেতা ক্রিস হেমসওর্থ নিজেও এই ছবির অন্যতম প্রযোজক। আর পরিচালক স্যামও এই ছবিতে দেখা দিয়েছেন অভিনয়শিল্পী হিসেবে। সিনেমার মূল গল্প মূলত ২০১৪ সালে প্রকাশিত সিউদাদ নামের এক উপন্যাস থেকে নেওয়া।
সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর অনেক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
রুশো ভাইয়েরা ও স্যাম হারগেভ একাধিকবার ঢাকা ঘুরে গেলেও সিনেমাটির শুটিং ঢাকায় তেমন একটা হয়নি। যে ঢাকাকে তারা দেখিয়েছেন, সেটি রীতিমতো অচেনা।
কমিক বুকের সঙ্গে আলাপকালে জো রুশো জানিয়েছেন, তারা এখন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আগে যারা অভিনয় করেছেন তাদের প্রায় সবাইকেই পরবর্তী পর্বে দেখা যাবে।
‘আমরা এখন দ্বিতীয় কিস্তি নিয়ে কাজ করছি। স্ক্রিপ্টের পর্যায়ে রয়েছি,’ জানিয়ে জো বলেন, ‘সামনের বছর কাজ শুরু করবো। আমরা সবাই মুখিয়ে রয়েছি।’
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ নভেম্বর, ২০২০ ১৭:৫৯

বাংলাদেশের ঢাকা শহর নিয়ে তৈরি হওয়া সিনেমা এক্সট্রাকশনের সিক্যুয়াল তৈরির ঘোষণা দিয়েছেন জো রুশো। জানিয়েছেন, সামনের বছরই দ্বিতীয় কিস্তির শুটিং শুরু করবেন।
হলিউডের স্ট্যান্টম্যান স্যাম হারগেভের পরিচালক হিসেবে প্রথম ছবি ছিল এটি। এর আগে তিনি ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার (২০১৬), অ্যাভেঞ্জার্স: এন্ডগেমে (২০১৯) স্ট্যান্ট কো-অর্ডিনেটরের কাজ করেছেন।
ছবিটি প্রযোজনা করেন হলিউডের জনপ্রিয় দুই ভাই, এন্টনি রুশো আর জো রুশো। অভিনেতা ক্রিস হেমসওর্থ নিজেও এই ছবির অন্যতম প্রযোজক। আর পরিচালক স্যামও এই ছবিতে দেখা দিয়েছেন অভিনয়শিল্পী হিসেবে। সিনেমার মূল গল্প মূলত ২০১৪ সালে প্রকাশিত সিউদাদ নামের এক উপন্যাস থেকে নেওয়া।
সিনেমাটি নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার পর অনেক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
রুশো ভাইয়েরা ও স্যাম হারগেভ একাধিকবার ঢাকা ঘুরে গেলেও সিনেমাটির শুটিং ঢাকায় তেমন একটা হয়নি। যে ঢাকাকে তারা দেখিয়েছেন, সেটি রীতিমতো অচেনা।
কমিক বুকের সঙ্গে আলাপকালে জো রুশো জানিয়েছেন, তারা এখন চিত্রনাট্য নিয়ে কাজ করছেন। আগে যারা অভিনয় করেছেন তাদের প্রায় সবাইকেই পরবর্তী পর্বে দেখা যাবে।
‘আমরা এখন দ্বিতীয় কিস্তি নিয়ে কাজ করছি। স্ক্রিপ্টের পর্যায়ে রয়েছি,’ জানিয়ে জো বলেন, ‘সামনের বছর কাজ শুরু করবো। আমরা সবাই মুখিয়ে রয়েছি।’