নাম তার মকরক্রান্তি চ্যাটার্জি
অনলাইন ডেস্ক | ১৩ জানুয়ারি, ২০২১ ১৬:৫৯
'ডিকশনারি'র ফার্স্টলুুকে এভাবে ধরা পড়েন মোশাররফ করিম
বুদ্ধদেব গুহর লেখা দুই ছোটগল্প ‘স্বামী হওয়া’ ও ‘বাবা হওয়া’ অবলম্বনে তৈরি হচ্ছে কলকাতার ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’। এ ছবিতে মকরক্রান্তি চ্যাটার্জি চরিত্রে আছেন ঢাকার টেলিভিশনের প্রিয়মুখ মোশাররফ করিম। সম্প্রতি প্রকাশ হয়েছে তার ফার্স্টলুক।
এ সিনেমায় অল্প পড়াশোনা জানা এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে মোশাররফকে। তার বিপরীতে আছেন পৌলমী বসু।
নিজের লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন মোশাররফ করিম। যার ক্যাপশনে লেখা আছে— ম্যাক অ্যান্ড চ্যাটার্জি, রিয়েল এস্টেট কোম্পানির মালিক। স্ত্রী (শ্রীমতী) আর ছেলে (রাকেশ)-কে নিয়ে রাজারহাটের বহুতলে থাকেন। কঠোর দারিদ্র্যর বিরুদ্ধে লড়াই করে উঠে আসা মকর, ছেলেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানানোর স্বপ্ন দেখেন। ইংরেজি ভাষা বলা নিয়ে মকরের বিশেষ দুর্বলতা আছে।
কিছুদিন আগে মোশাররফের প্রশংসা করে স্থানীয় সংবাদমাধ্যমে পরিচালক ব্রাত্য বলেন, মোশাররফ করিম বাংলা ছবির ক্ষেত্রে একটা বড় আবিষ্কার হতে চলেছে।
তিনি বলেন, ‘‘আমার তো মনে হয় মোশাররফ করিম বাংলা ছবির ক্ষেত্রে একটা বড় আবিষ্কার হতে চলেছে। বাংলাদেশের স্টার ও। এই বাংলায়, এ ছবিতে অসামান্য কাজ করেছে।’’
ছবি সম্পর্কে ব্রাত্য বসু বলেন, ‘‘আমি এমন এক ছবির কথা বলতে চেয়েছিলাম যা মানবসম্পর্কের রহস্যের কথা বলবে সহজভাবে, মানবিকতার মোড়কে। বুদ্ধদেব গুহর দুটো গল্প নিয়ে লিনিয়ার ন্যারেটিভ তৈরি করলাম। গল্প দুটো পড়েছিলাম অনেক আগে, কম বয়সে। মাথায় থেকে গিয়েছিল। দুটোকে মিশিয়ে দিলাম।’’
এ ছবির অন্য দুটি চরিত্রে আছেন আবির চট্টোপাধ্যায়ের ও নুসরাত জাহান। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অসুর’ ছবির পর আরও একবার দুই তারকা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। প্রকাশ্যে এসেছে তাদের নতুন চরিত্রের ফার্স্ট লুক।
ছবিতে পুরুলিয়ার বনবিভাগের আধিকারিক অশোক সান্যালের চরিত্রে অভিনয় করেছেন আবির। মার্জিত, রুচিশীল, কথা কম বলা অশোক সরকারি বাংলোতে স্ত্রী স্মিতা ও মেয়ে চানুর সঙ্গে থাকে। স্মিতার চরিত্রই ছবিতে ফুটিয়ে তুলেছেন নুসরাত। তার চরিত্রের ব্যাখ্যা হিসেবে ‘বহির্মুখী’ এবং ‘উদাসীন’ শব্দ দুটি ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ‘ডিকশনারি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
এ ছবির মাধ্যমে প্রায় ১০ বছর পর সিনেমার পরিচালনায় ফিরেছেন ব্রাত্য বসু। কলকাতার পাশাপাশি বোলপুর, শান্তিনিকেতনে হয়েছে শুটিং। মার্চ মাসে লকডাউনের কারণে ‘ডিকশনারি’র শুটিং বন্ধ হয়ে যায়। পরে নিউ নরমালে ফের কাজ শুরু হয়। গত বছরের ডিসেম্বরে কলকাতায় ডাবিং সারেন তারকারা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৩ জানুয়ারি, ২০২১ ১৬:৫৯

বুদ্ধদেব গুহর লেখা দুই ছোটগল্প ‘স্বামী হওয়া’ ও ‘বাবা হওয়া’ অবলম্বনে তৈরি হচ্ছে কলকাতার ব্রাত্য বসু পরিচালিত ‘ডিকশনারি’। এ ছবিতে মকরক্রান্তি চ্যাটার্জি চরিত্রে আছেন ঢাকার টেলিভিশনের প্রিয়মুখ মোশাররফ করিম। সম্প্রতি প্রকাশ হয়েছে তার ফার্স্টলুক।
এ সিনেমায় অল্প পড়াশোনা জানা এক ব্যবসায়ীর চরিত্রে দেখা যাবে মোশাররফকে। তার বিপরীতে আছেন পৌলমী বসু।
নিজের লুকের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন মোশাররফ করিম। যার ক্যাপশনে লেখা আছে— ম্যাক অ্যান্ড চ্যাটার্জি, রিয়েল এস্টেট কোম্পানির মালিক। স্ত্রী (শ্রীমতী) আর ছেলে (রাকেশ)-কে নিয়ে রাজারহাটের বহুতলে থাকেন। কঠোর দারিদ্র্যর বিরুদ্ধে লড়াই করে উঠে আসা মকর, ছেলেকে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বানানোর স্বপ্ন দেখেন। ইংরেজি ভাষা বলা নিয়ে মকরের বিশেষ দুর্বলতা আছে।
কিছুদিন আগে মোশাররফের প্রশংসা করে স্থানীয় সংবাদমাধ্যমে পরিচালক ব্রাত্য বলেন, মোশাররফ করিম বাংলা ছবির ক্ষেত্রে একটা বড় আবিষ্কার হতে চলেছে।
তিনি বলেন, ‘‘আমার তো মনে হয় মোশাররফ করিম বাংলা ছবির ক্ষেত্রে একটা বড় আবিষ্কার হতে চলেছে। বাংলাদেশের স্টার ও। এই বাংলায়, এ ছবিতে অসামান্য কাজ করেছে।’’
ছবি সম্পর্কে ব্রাত্য বসু বলেন, ‘‘আমি এমন এক ছবির কথা বলতে চেয়েছিলাম যা মানবসম্পর্কের রহস্যের কথা বলবে সহজভাবে, মানবিকতার মোড়কে। বুদ্ধদেব গুহর দুটো গল্প নিয়ে লিনিয়ার ন্যারেটিভ তৈরি করলাম। গল্প দুটো পড়েছিলাম অনেক আগে, কম বয়সে। মাথায় থেকে গিয়েছিল। দুটোকে মিশিয়ে দিলাম।’’
এ ছবির অন্য দুটি চরিত্রে আছেন আবির চট্টোপাধ্যায়ের ও নুসরাত জাহান। ২০২০ সালে মুক্তি পাওয়া ‘অসুর’ ছবির পর আরও একবার দুই তারকা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। প্রকাশ্যে এসেছে তাদের নতুন চরিত্রের ফার্স্ট লুক।
ছবিতে পুরুলিয়ার বনবিভাগের আধিকারিক অশোক সান্যালের চরিত্রে অভিনয় করেছেন আবির। মার্জিত, রুচিশীল, কথা কম বলা অশোক সরকারি বাংলোতে স্ত্রী স্মিতা ও মেয়ে চানুর সঙ্গে থাকে। স্মিতার চরিত্রই ছবিতে ফুটিয়ে তুলেছেন নুসরাত। তার চরিত্রের ব্যাখ্যা হিসেবে ‘বহির্মুখী’ এবং ‘উদাসীন’ শব্দ দুটি ব্যবহার করা হয়েছে।
এ ছাড়া ‘ডিকশনারি’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়।
এ ছবির মাধ্যমে প্রায় ১০ বছর পর সিনেমার পরিচালনায় ফিরেছেন ব্রাত্য বসু। কলকাতার পাশাপাশি বোলপুর, শান্তিনিকেতনে হয়েছে শুটিং। মার্চ মাসে লকডাউনের কারণে ‘ডিকশনারি’র শুটিং বন্ধ হয়ে যায়। পরে নিউ নরমালে ফের কাজ শুরু হয়। গত বছরের ডিসেম্বরে কলকাতায় ডাবিং সারেন তারকারা।