ঋতুপর্ণার বিপরীতে ঢাকার আরেক নায়ক
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২১ ১৪:০৯
‘নীল দরিয়ার মাঝি’ ছবিতে ঋতুপর্ণা ও সাইফ
মান্না, আমিন খান, হেলাল খান, ফেরদৌস থেকে হালের আরিফিন শুভ— ঢাকার অনেক নায়কের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার তার সঙ্গে জুটি হয়ে আলোচনায় এলেন ঢালিউডের স্বল্প পরিচিত নায়ক সাইফ খান।
এ ছবির নাম ‘নীল দরিয়ার মাঝি’, পরিচালনা করছেন পান্না হোসেন। পশ্চিমবঙ্গের দিঘা ও তালশাড়িতে চলছে শুটিং। কলকাতা থেকে সংবাদমাধ্যমকে এই তথ্য ও ছবি দিলেন সাইফ খান।
তিনি জানান, জেলে সম্প্রদায়ের সংগ্রাম ও প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘নীল দরিয়ার মাঝি’। পাঁচ দিন শুটিং হয়েছে ইতিমধ্যে। টানা শুটিং চলবে। ছবিতে আরও অভিনয় করছেন খরাজ মুখার্জি, পাপিয়া ঘোষাল ও সুপ্রিয়া দত্ত।
করোনার আবহে গত বছরের প্রায় পুরোটাই স্বামী ও সন্তানের সঙ্গে সিঙ্গাপুরে কাটিয়েছেন ঋতুপর্ণা। সম্প্রতি কলকাতায় ফিরে একাধিক ওয়েব সিরিজ ও সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলাদেশের নঈম নেয়ামুল ইমতিয়াজ পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাংচিল’ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।
২০০৯ সালে ‘বন্ধু মায়া লাগাইছে’ ছবিতে অভিষেক হয় সাইফের। এর পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২০ জানুয়ারি, ২০২১ ১৪:০৯

মান্না, আমিন খান, হেলাল খান, ফেরদৌস থেকে হালের আরিফিন শুভ— ঢাকার অনেক নায়কের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এবার তার সঙ্গে জুটি হয়ে আলোচনায় এলেন ঢালিউডের স্বল্প পরিচিত নায়ক সাইফ খান।
এ ছবির নাম ‘নীল দরিয়ার মাঝি’, পরিচালনা করছেন পান্না হোসেন। পশ্চিমবঙ্গের দিঘা ও তালশাড়িতে চলছে শুটিং। কলকাতা থেকে সংবাদমাধ্যমকে এই তথ্য ও ছবি দিলেন সাইফ খান।
তিনি জানান, জেলে সম্প্রদায়ের সংগ্রাম ও প্রেমের গল্প নিয়ে তৈরি হচ্ছে ‘নীল দরিয়ার মাঝি’। পাঁচ দিন শুটিং হয়েছে ইতিমধ্যে। টানা শুটিং চলবে। ছবিতে আরও অভিনয় করছেন খরাজ মুখার্জি, পাপিয়া ঘোষাল ও সুপ্রিয়া দত্ত।
করোনার আবহে গত বছরের প্রায় পুরোটাই স্বামী ও সন্তানের সঙ্গে সিঙ্গাপুরে কাটিয়েছেন ঋতুপর্ণা। সম্প্রতি কলকাতায় ফিরে একাধিক ওয়েব সিরিজ ও সিনেমা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। বাংলাদেশের নঈম নেয়ামুল ইমতিয়াজ পরিচালিত ‘জ্যাম’ ও ‘গাংচিল’ সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যাবে তাকে।
২০০৯ সালে ‘বন্ধু মায়া লাগাইছে’ ছবিতে অভিষেক হয় সাইফের। এর পর বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।