প্রসাধনীর সঙ্গে পূর্ণিমা
অনলাইন ডেস্ক | ২৬ জানুয়ারি, ২০২১ ১০:৪৬
অভিনয়ে নিয়মিত না হলেও বিজ্ঞাপন বা মঞ্চ অনুষ্ঠানে বরাবরই সরব পূর্ণিমা। এবার দেশীয় বিউটি ব্র্যান্ড রিবানার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ চুক্তি স্বাক্ষর করেন।
পণ্যটির প্রচার ও প্রসারে কাজ করবেন পূর্ণিমা। তিনি জানান, নিজেও অর্গানিক এই ব্র্যান্ডটি ব্যবহার করতেন। সেই থেকে এর সঙ্গে সম্পৃক্ততা।
দীর্ঘ পর্দা বিরতির পর পূর্ণিমার হাতে বর্তমানে রয়েছে দুই ছবি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে একই নামের ছবিতে অভিনয় করছেন তিনি। বিপরীতে আছেন ফেরদৌস। এ ছাড়া ‘জ্যাম’-এ তার সঙ্গে আছেন আরিফিন শুভ।
দুই ছবিই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
ফেব্রুয়ারি থেকে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’র জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। সহশিল্পী হিসেবে আছেন চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া। এ ছাড়া বিচারক হয়ে হাজির হবেন রান্না বিষয়ক রিয়্যালিটি শো-এ।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৬ জানুয়ারি, ২০২১ ১০:৪৬

অভিনয়ে নিয়মিত না হলেও বিজ্ঞাপন বা মঞ্চ অনুষ্ঠানে বরাবরই সরব পূর্ণিমা। এবার দেশীয় বিউটি ব্র্যান্ড রিবানার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ চুক্তি স্বাক্ষর করেন।
পণ্যটির প্রচার ও প্রসারে কাজ করবেন পূর্ণিমা। তিনি জানান, নিজেও অর্গানিক এই ব্র্যান্ডটি ব্যবহার করতেন। সেই থেকে এর সঙ্গে সম্পৃক্ততা।
দীর্ঘ পর্দা বিরতির পর পূর্ণিমার হাতে বর্তমানে রয়েছে দুই ছবি। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’ অবলম্বনে একই নামের ছবিতে অভিনয় করছেন তিনি। বিপরীতে আছেন ফেরদৌস। এ ছাড়া ‘জ্যাম’-এ তার সঙ্গে আছেন আরিফিন শুভ।
দুই ছবিই পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল।
ফেব্রুয়ারি থেকে অমিতাভ রেজা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘মুন্সিগিরি’র জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। সহশিল্পী হিসেবে আছেন চঞ্চল চৌধুরী ও শবনম ফারিয়া। এ ছাড়া বিচারক হয়ে হাজির হবেন রান্না বিষয়ক রিয়্যালিটি শো-এ।