আইটেম গান দেখিয়ে কঙ্গনাকে জব্দ করলেন স্বরা
অনলাইন ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪০
স্বরা ও কঙ্গনা
কংগ্রেস বিধায়ক সুখদেব পানসে কয়েক দিন আগে ‘নাচনে গানেওয়ালি’ বলে কটাক্ষ করেন কঙ্গনা রনৌতকে। এ নিয়ে পাল্টা ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। সুখদেবকে আক্রমণের পাশাপাশি অযাচিতভাবে টেনে আনেন অন্য নায়িকাদের।
কঙ্গনা বলেছিলেন, “আমি দীপিকা, ক্যাটরিনা, আলিয়ার মতো নিতম্ব দোলাই না।” সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আরেক প্রতিবাদী অভিনেত্রী স্বরা ভাস্কর। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে কঙ্গনারই একটি আইটেম গান শেয়ার করেন তিনি।
ক্যাপশনে লেখেন, “রাজ্জো’ ছবিতে তোমার আইটেম নাম্বার খুব ভালো লেগেছে। তুমি একজন মহান শিল্পী এবং একজন ভালো ড্যান্সার… আরও ভালো নাচ দেখার অপেক্ষায় রইলাম।”
অবশ্য এর আগে আরেক পোস্টে সুখদেবের মন্তব্যের প্রতিবাদ করেন স্বরা। সঙ্গে জানান, কঙ্গনা এ ঘটনাকে বাজে দিকে নিয়ে গেছেন।
স্বরার এই মন্তব্যের পরে কঙ্গনা এখনও পর্যন্ত মুখ খোলেননি। কিন্তু আসরে নেমে পড়েছেন তার অনুরাগীরা। কেউ বলেছেন, কঙ্গনা ‘রাজ্জো’ ছবিতে একজন বার ড্যান্সারের চরিত্রে অভিনয় করেছিলেন। যেমনি ‘চাঁদনি বার’-এ বার ড্যান্সারের অভিনয় করেছিলেন টাবু।
আবার কটাক্ষ করে একজন বলেছেন, “একজন নারী হিসেবে আপনার উচিত ছিল নাচনে-গানেওয়ালি শব্দের প্রতিবাদ করার… কিন্তু আমরা সবাই জানি আপনি স্বরা…।” আবার অনেক নেটিজেন স্বরার পক্ষেও নিজেদের মতামত ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, সুখদেবের মন্তব্যের জবাবে কঙ্গনা পোস্টে বলেছিলেন, “কে এই নির্বোধ? এ কী জানে না আমি দীপিকা, ক্যাটরিনা অথবা আলিয়া নই। আমিই একমাত্র যে আইটেম নাম্বারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, বড় হিরোদের (খান/কুমার) ছবিকে প্রত্যাখ্যান করেছে। যার জন্য গোটা বলিউড গ্যাংয়ের নারী-পুরুষরা আমার বিরুদ্ধে চলে গেছে। আমি এক রাজপুত নারী। আমি নিতম্ব দোলাই না। হাড় ভেঙে দিই।”
২০১৩ সালে মুক্তি পায় বিশ্বাস পাতিল পরিচালিত ‘রাজ্জো’। সেখানেই ‘জুলমি রে জুলমি’ গানে স্বল্প পোশাকে নাচতে দেখা যায় কঙ্গনাকে।
https://t.co/pKmql3bO3x
Loved your dancing in this ‘item number’ in the film Rajjo.. you are a great performer and great dancer Kangana.. looking forward to your next! ???????????? https://t.co/nebnYv3BH1
— Swara Bhasker (@ReallySwara) February 22, 2021
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১১:৪০

কংগ্রেস বিধায়ক সুখদেব পানসে কয়েক দিন আগে ‘নাচনে গানেওয়ালি’ বলে কটাক্ষ করেন কঙ্গনা রনৌতকে। এ নিয়ে পাল্টা ক্ষোভ উগরে দেন অভিনেত্রী। সুখদেবকে আক্রমণের পাশাপাশি অযাচিতভাবে টেনে আনেন অন্য নায়িকাদের।
কঙ্গনা বলেছিলেন, “আমি দীপিকা, ক্যাটরিনা, আলিয়ার মতো নিতম্ব দোলাই না।” সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন আরেক প্রতিবাদী অভিনেত্রী স্বরা ভাস্কর। সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে কঙ্গনারই একটি আইটেম গান শেয়ার করেন তিনি।
ক্যাপশনে লেখেন, “রাজ্জো’ ছবিতে তোমার আইটেম নাম্বার খুব ভালো লেগেছে। তুমি একজন মহান শিল্পী এবং একজন ভালো ড্যান্সার… আরও ভালো নাচ দেখার অপেক্ষায় রইলাম।”
অবশ্য এর আগে আরেক পোস্টে সুখদেবের মন্তব্যের প্রতিবাদ করেন স্বরা। সঙ্গে জানান, কঙ্গনা এ ঘটনাকে বাজে দিকে নিয়ে গেছেন।
স্বরার এই মন্তব্যের পরে কঙ্গনা এখনও পর্যন্ত মুখ খোলেননি। কিন্তু আসরে নেমে পড়েছেন তার অনুরাগীরা। কেউ বলেছেন, কঙ্গনা ‘রাজ্জো’ ছবিতে একজন বার ড্যান্সারের চরিত্রে অভিনয় করেছিলেন। যেমনি ‘চাঁদনি বার’-এ বার ড্যান্সারের অভিনয় করেছিলেন টাবু।
আবার কটাক্ষ করে একজন বলেছেন, “একজন নারী হিসেবে আপনার উচিত ছিল নাচনে-গানেওয়ালি শব্দের প্রতিবাদ করার… কিন্তু আমরা সবাই জানি আপনি স্বরা…।” আবার অনেক নেটিজেন স্বরার পক্ষেও নিজেদের মতামত ব্যক্ত করেছেন।
প্রসঙ্গত, সুখদেবের মন্তব্যের জবাবে কঙ্গনা পোস্টে বলেছিলেন, “কে এই নির্বোধ? এ কী জানে না আমি দীপিকা, ক্যাটরিনা অথবা আলিয়া নই। আমিই একমাত্র যে আইটেম নাম্বারের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, বড় হিরোদের (খান/কুমার) ছবিকে প্রত্যাখ্যান করেছে। যার জন্য গোটা বলিউড গ্যাংয়ের নারী-পুরুষরা আমার বিরুদ্ধে চলে গেছে। আমি এক রাজপুত নারী। আমি নিতম্ব দোলাই না। হাড় ভেঙে দিই।”
২০১৩ সালে মুক্তি পায় বিশ্বাস পাতিল পরিচালিত ‘রাজ্জো’। সেখানেই ‘জুলমি রে জুলমি’ গানে স্বল্প পোশাকে নাচতে দেখা যায় কঙ্গনাকে।
https://t.co/pKmql3bO3x
— Swara Bhasker (@ReallySwara) February 22, 2021
Loved your dancing in this ‘item number’ in the film Rajjo.. you are a great performer and great dancer Kangana.. looking forward to your next! ???????????? https://t.co/nebnYv3BH1