নিশিতার বিয়ে বুধবার
অনলাইন ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:০১
গায়েহলুদের মঞ্চে দুই বন্ধুর সঙ্গে নিশিতা
রিয়্যালিটি শো থেকে জনপ্রিয়তা পাওয়া গায়িকা নিশিতা বড়ুয়া বিয়ে করছেন। ইতিমধ্যে হয়ে গেছে তার গায়েহলুদ।
জানা যায়, সোমবার চট্টগ্রামের এ কনের গায়েহলুদ সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা হবে বুধবার।
নিশিতার বর দীপংকর বড়ুয়া ন্যাশনাল ব্যাংকে কর্মরত আছেন। পারিবারিকভাবেই বিয়ের সব আয়োজন হচ্ছে।
চার বছরের পরিচয় দীপংকর ও নিশিতার। গত বছরই বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন তারা। কিন্তু করোনার কারণে সেটা পিছিয়ে যায়।
সোমবার রাতে মেরুল বাড্ডায় তাইকিং চায়নিজ রেস্তোরাঁয় ছিল নিশিতার গায়েহলুদের অনুষ্ঠান। পরিবার ও স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা।
অনুষ্ঠানে অংশ নেন রিয়্যালিটি শো তারকা সাব্বির জামান, মুহিন খান, কিশোর দাস, প্রতীক হাসান, লিজাসহ অনেকে।
বিয়ের অনুষ্ঠান হবে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:০১

গায়েহলুদের মঞ্চে দুই বন্ধুর সঙ্গে নিশিতা
রিয়্যালিটি শো থেকে জনপ্রিয়তা পাওয়া গায়িকা নিশিতা বড়ুয়া বিয়ে করছেন। ইতিমধ্যে হয়ে গেছে তার গায়েহলুদ।
জানা যায়, সোমবার চট্টগ্রামের এ কনের গায়েহলুদ সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা হবে বুধবার।
নিশিতার বর দীপংকর বড়ুয়া ন্যাশনাল ব্যাংকে কর্মরত আছেন। পারিবারিকভাবেই বিয়ের সব আয়োজন হচ্ছে।
চার বছরের পরিচয় দীপংকর ও নিশিতার। গত বছরই বিয়ের প্রস্তুতি নিয়েছিলেন তারা। কিন্তু করোনার কারণে সেটা পিছিয়ে যায়।
সোমবার রাতে মেরুল বাড্ডায় তাইকিং চায়নিজ রেস্তোরাঁয় ছিল নিশিতার গায়েহলুদের অনুষ্ঠান। পরিবার ও স্বজনদের পাশাপাশি উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের সহকর্মী ও বন্ধুরা।
অনুষ্ঠানে অংশ নেন রিয়্যালিটি শো তারকা সাব্বির জামান, মুহিন খান, কিশোর দাস, প্রতীক হাসান, লিজাসহ অনেকে।
বিয়ের অনুষ্ঠান হবে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে।
শেয়ার করুন