করনের জন্মদিনে মালদ্বীপে বিপাশা
অনলাইন ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ২১:১৩
চল্লিশে পড়লেন করন সিং গ্রোভার। স্বামীর জন্মদিন পালন করতে মালদ্বীপে উড়ে যান বিপাশা বসু। রোমান্টিক সব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন বলিউড নায়িকা।
কখনও সুইম স্যুট পরে ছবিতে আবার কখনও মনোকিনিতে দেখা যায় বিপাশাকে। তাদের আনন্দঘন এমন মুহূর্তে উচ্ছ্বসিত ভক্তরাও
সম্প্রতি ‘কবুল হ্যায় ২.০’-র শুটিংয়ের জন্য সার্বিয়ায় উড়ে যান করন। সেখানে করোনায় আক্রান্ত হন তিনি। ফলে সার্বিয়াতে বেশ কয়েকদিনের জন্য আটকে পড়েন করন। কভিড থেকে সেরে ওঠার পর মুম্বাইতে ফেরেন তিনি।
এরপর জন্মদিনে উপলক্ষ্যে মালদ্বীপে উড়ে যান স্ত্রী বিপাশাকে নিয়ে। এ দম্পতির সঙ্গে মালদ্বীপে আরও বেশ কয়েকজন টেলি তারকাও গিয়েছেন বলে জানা যাচ্ছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ২১:১৩
চল্লিশে পড়লেন করন সিং গ্রোভার। স্বামীর জন্মদিন পালন করতে মালদ্বীপে উড়ে যান বিপাশা বসু। রোমান্টিক সব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন বলিউড নায়িকা।
কখনও সুইম স্যুট পরে ছবিতে আবার কখনও মনোকিনিতে দেখা যায় বিপাশাকে। তাদের আনন্দঘন এমন মুহূর্তে উচ্ছ্বসিত ভক্তরাও
সম্প্রতি ‘কবুল হ্যায় ২.০’-র শুটিংয়ের জন্য সার্বিয়ায় উড়ে যান করন। সেখানে করোনায় আক্রান্ত হন তিনি। ফলে সার্বিয়াতে বেশ কয়েকদিনের জন্য আটকে পড়েন করন। কভিড থেকে সেরে ওঠার পর মুম্বাইতে ফেরেন তিনি।
এরপর জন্মদিনে উপলক্ষ্যে মালদ্বীপে উড়ে যান স্ত্রী বিপাশাকে নিয়ে। এ দম্পতির সঙ্গে মালদ্বীপে আরও বেশ কয়েকজন টেলি তারকাও গিয়েছেন বলে জানা যাচ্ছে।
শেয়ার করুন