শেষ হলো মাহি-আজাদ-শিপন ত্রয়ীর সিনেমা
নিজস্ব প্রতিবেদক | ৫ মার্চ, ২০২১ ১৭:৪৭
১২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুটিং শুরু হয়েছিল মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘যাও পাখি বলো তারে’র শুটিং। মাহি-শিপন ও আজাদ অভিনীত এই চলচ্চিত্রের শুটিং হয়েছে বগুড়া, নওগাঁর বিভিন্ন এলাকায়। শুটিং হয়েছে টানা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই সিনেমার মাধ্যমে মাহির সঙ্গে প্রথমবারের মতো জুটি গড়লেন আজাদ আদর। অপর দিকে ৬ বছর সঙ্গে আবারও মাহির সঙ্গে কাজ করছেন শিপন মিত্র। আসাদ জামানের কাহিনি ও চিত্রনাট্যে ত্রিভুজ প্রেমের গল্পে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সম্পূর্ণ গ্রামীণ পটভূমিতে। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আমরা একটানা কাজ করেছি। শুধু দুটি গানের দৃশ্য ছাড়া সব দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘টানা কাজ করতে গিয়ে একটা সুবিধা হয়েছে যে, কাজের সময় কারও মনোযোগে ঘাটতি ঘটেনি। বিরতিহীন কাজ করার এটা একটা বড় সুবিধা। যেহেতু কারও মনোযোগে ঘাটতি ঘটেনি ফলে সবকিছুই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’
মানিক আরও বলেন, ‘পনেরো দিনের একটি স্মরণীয় আউটডোর শেষ করে প্রাণের শহর ঢাকায় ফিরেছি ২৭ ফেব্রুয়ারি। এই পনেরো দিনে বগুড়া এবং এই জেলার মানুষের সঙ্গে মায়ায় জড়িয়েছি আমি। তাদের জন্য সব সময় আমার ভালোবাসা। অত্যন্ত সুন্দর ভাবে কাজটি শেষ করতে পাশে থাকার জন্য আমার টিমের প্রতিটি সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’
মাহি, আজাদ, শিপন ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, বড় দা মিঠু, রেবেকা রউফ, সুব্রত, রুবল লোদি, লাবণ্য লিসা, আজিজ মণ্ডলসহ অনেকেই।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৫ মার্চ, ২০২১ ১৭:৪৭

১২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে শুটিং শুরু হয়েছিল মোস্তাফিজুর রহমান মানিকের নতুন ছবি ‘যাও পাখি বলো তারে’র শুটিং। মাহি-শিপন ও আজাদ অভিনীত এই চলচ্চিত্রের শুটিং হয়েছে বগুড়া, নওগাঁর বিভিন্ন এলাকায়। শুটিং হয়েছে টানা ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
এই সিনেমার মাধ্যমে মাহির সঙ্গে প্রথমবারের মতো জুটি গড়লেন আজাদ আদর। অপর দিকে ৬ বছর সঙ্গে আবারও মাহির সঙ্গে কাজ করছেন শিপন মিত্র। আসাদ জামানের কাহিনি ও চিত্রনাট্যে ত্রিভুজ প্রেমের গল্পে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে সম্পূর্ণ গ্রামীণ পটভূমিতে। প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়।
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘আমরা একটানা কাজ করেছি। শুধু দুটি গানের দৃশ্য ছাড়া সব দৃশ্যের শুটিং সম্পন্ন হয়েছে।’
তিনি আরও বলেন, ‘টানা কাজ করতে গিয়ে একটা সুবিধা হয়েছে যে, কাজের সময় কারও মনোযোগে ঘাটতি ঘটেনি। বিরতিহীন কাজ করার এটা একটা বড় সুবিধা। যেহেতু কারও মনোযোগে ঘাটতি ঘটেনি ফলে সবকিছুই সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।’
মানিক আরও বলেন, ‘পনেরো দিনের একটি স্মরণীয় আউটডোর শেষ করে প্রাণের শহর ঢাকায় ফিরেছি ২৭ ফেব্রুয়ারি। এই পনেরো দিনে বগুড়া এবং এই জেলার মানুষের সঙ্গে মায়ায় জড়িয়েছি আমি। তাদের জন্য সব সময় আমার ভালোবাসা। অত্যন্ত সুন্দর ভাবে কাজটি শেষ করতে পাশে থাকার জন্য আমার টিমের প্রতিটি সদস্যকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’
মাহি, আজাদ, শিপন ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করেছেন রাশেদ মামুন অপু, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, বড় দা মিঠু, রেবেকা রউফ, সুব্রত, রুবল লোদি, লাবণ্য লিসা, আজিজ মণ্ডলসহ অনেকেই।