শোক সামলে ফিরলেন ‘দিদি’
অনলাইন ডেস্ক | ২৭ নভেম্বর, ২০২১ ১৪:৪১
রচনা বন্দ্যোপাধ্যায়
কয়েক দিন আগে বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সে কারণে কলকাতার জনপ্রিয় টিভি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চ থেকে বিরতি নেন তিনি।
জীবন তো থেমে থাকার নয়। সে কথা প্রমাণ করে শনিবার থেকে ফের শুটিং শুরু করলেন রচনা।
শুটিং সেট থেকে রচনা ফেইসবুক লাইভে বলেন, ‘অনেক দিন পরে দিদি নম্বর ওয়ান-এর শুটিংয়ে এলাম। এ আমার নিজের ঘরে ফিরে আসা। আবার দেখা হবে সোমবার থেকে। এই কয়েক দিন আসতে পারিনি। আপনারা সকলে জানেন, কেন আসতে পারিনি। আবার আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব।’
রচনার বদলে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপা চট্টোপাধ্যায় ও সৌরভ দাস। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ওদের কাছে গ্রেটফুল। আশা করি ওরা অনেক আনন্দ দিতে পেরেছে। আপনারা আমাকে খুব একটা মিস করেননি। আর যারা খুব মিস করেছেন, তারা অনেক মেসেজ পাঠিয়েছেন। আমি এখনো সামলে উঠতে পারিনি। তবে কাজ তো করতেই হবে। জীবন কখনো থেমে থাকে না। আমিও কাজ করতে চলে এসেছি।’
সম্প্রতি বাবার একটি ছবি ফেইসবুকে শেয়ার করে রচনা লেখেন, ‘আমার বাপি… ভাবিনি একদিন একা হয়ে যাবো। ভাবিনি তুমি চলে যাবে এখনো অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সাথে আছে আমি জানি। থাকবো… থাকতে হবে। তুমি ভালো থেকো বাপি।’
ছেলে প্রণীলকে নিয়ে মা-বাবার সঙ্গে থাকতেন রচনা।
এদিকে কিছুদিন আগে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও লঞ্চ করেছেন তিনি। বাবা হারানোর পর সেখান থেকেও বিরতি নেন রচনা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৭ নভেম্বর, ২০২১ ১৪:৪১

কয়েক দিন আগে বাবাকে হারিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সে কারণে কলকাতার জনপ্রিয় টিভি শো ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চ থেকে বিরতি নেন তিনি।
জীবন তো থেমে থাকার নয়। সে কথা প্রমাণ করে শনিবার থেকে ফের শুটিং শুরু করলেন রচনা।
শুটিং সেট থেকে রচনা ফেইসবুক লাইভে বলেন, ‘অনেক দিন পরে দিদি নম্বর ওয়ান-এর শুটিংয়ে এলাম। এ আমার নিজের ঘরে ফিরে আসা। আবার দেখা হবে সোমবার থেকে। এই কয়েক দিন আসতে পারিনি। আপনারা সকলে জানেন, কেন আসতে পারিনি। আবার আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করব।’
রচনার বদলে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুদীপা চট্টোপাধ্যায় ও সৌরভ দাস। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি ওদের কাছে গ্রেটফুল। আশা করি ওরা অনেক আনন্দ দিতে পেরেছে। আপনারা আমাকে খুব একটা মিস করেননি। আর যারা খুব মিস করেছেন, তারা অনেক মেসেজ পাঠিয়েছেন। আমি এখনো সামলে উঠতে পারিনি। তবে কাজ তো করতেই হবে। জীবন কখনো থেমে থাকে না। আমিও কাজ করতে চলে এসেছি।’
সম্প্রতি বাবার একটি ছবি ফেইসবুকে শেয়ার করে রচনা লেখেন, ‘আমার বাপি… ভাবিনি একদিন একা হয়ে যাবো। ভাবিনি তুমি চলে যাবে এখনো অনেকগুলো বছর তোমাকে ছাড়া কাটাতে হবে। তোমার আশীর্বাদ আমাদের সাথে আছে আমি জানি। থাকবো… থাকতে হবে। তুমি ভালো থেকো বাপি।’
ছেলে প্রণীলকে নিয়ে মা-বাবার সঙ্গে থাকতেন রচনা।
এদিকে কিছুদিন আগে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও লঞ্চ করেছেন তিনি। বাবা হারানোর পর সেখান থেকেও বিরতি নেন রচনা।