আলিয়ার লেহেঙ্গায় রণবীরের লাথি, ভক্তদের তীব্র ক্ষোভ
অনলাইন ডেস্ক | ৩০ নভেম্বর, ২০২১ ১৮:৪৬
তিনি ছবি করলেও খবর, না করলেও খবর। তিনি সম্পর্কে থাকলে তা তো চর্চিত বিষয় বটেই আবার না করলেও একের পর এক বলি-নায়িকার সঙ্গে তাঁকে ঘিরে শুরু হয় গুঞ্জন। তিনি, রণবীর কাপুর। সম্প্রতি, বান্ধবী তথা বলি-অভিনেত্রী আলিয়া ভাটকে জড়িয়ে ফের একবার তর্কের শিরোনামে কাপুর-সন্তান।
নেটপাড়ায় একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক অনুষ্ঠান বাড়িতে একসঙ্গে হাজির হয়েছেন রণবীর-আলিয়া। আলিয়ার লেহেঙ্গা ও রণবীরের পাঞ্জাবি দুইই দেখা যাচ্ছে নীল রঙা। অনুষ্ঠানে জড়ো হওয়া ফটোশিকারী ও পাপারাৎজিদের আবদার মিটিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন আলিয়া। ঠিক তার পেছনেই রণবীর। আলিয়া নেমে গেলেও তাঁর লেহেঙ্গার কিছু অংশ সিঁড়ির উপরেই লুটোচ্ছিল। ফলে সিঁড়ি দিয়ে নামতে একটু অসুবিধাই হচ্ছিল বলি-সুন্দরীর। যা দেখামাত্রই লেহেঙ্গার সেই অংশ পা দিয়ে লাথি মেরে সরিয়ে দিতে দেখা যায় রণবীরকে।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচিতই হয়েছেন ‘সঞ্জু’ ছবির নায়ক রণবীর। নেটপাড়ার একাংশের দাবি, এই আচরণে প্রমাণিত হয় রণবীর কাউকেই শ্রদ্ধা করেন না। নিজের প্রেমিকার পোশাক অন্য ভাবেও সরাতে পারতেন তিনি। কিন্তু তা অভিনেতা করেননি।
শুধু তাই নয়, কোনও কোনও নেটিজেনদের আলিয়াকে পরামর্শ, ‘ব্যাড চয়েস। এরকম ছেলের সঙ্গে থেকো না। সম্পর্ক থেকে বেরিয়ে এসো’। অন্য এক নেট নাগরিক আবার লিখছেন, ‘রণবীর সিং কোনওদিনও দীপিকার সঙ্গে এরকম ব্যবহার করেন না, করবেনও না!’ যদিও এ নিয়ে রণবীর বা আলিয়া এখনও পর্যন্ত কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন রণবীর এবং আলিয়া। বলিউডে গুঞ্জন সামনের বছরের মাঝামাঝি সময়ে নাকি চার হাত এক করতে চলেছেন এই তারকা-জুটি। তবে রণবীরকে বিয়ে করা নিয়ে মুখ খুললেও কবে করবেন তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আলিয়া।
অন্যদিকে, আলিয়ার মা সোনি রাজদান-কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন তাঁর নিজের কাছেও আলিয়ার বিয়ের সম্পর্কিত কোনও খবর আপাতত নেই।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩০ নভেম্বর, ২০২১ ১৮:৪৬

তিনি ছবি করলেও খবর, না করলেও খবর। তিনি সম্পর্কে থাকলে তা তো চর্চিত বিষয় বটেই আবার না করলেও একের পর এক বলি-নায়িকার সঙ্গে তাঁকে ঘিরে শুরু হয় গুঞ্জন। তিনি, রণবীর কাপুর। সম্প্রতি, বান্ধবী তথা বলি-অভিনেত্রী আলিয়া ভাটকে জড়িয়ে ফের একবার তর্কের শিরোনামে কাপুর-সন্তান।
নেটপাড়ায় একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক অনুষ্ঠান বাড়িতে একসঙ্গে হাজির হয়েছেন রণবীর-আলিয়া। আলিয়ার লেহেঙ্গা ও রণবীরের পাঞ্জাবি দুইই দেখা যাচ্ছে নীল রঙা। অনুষ্ঠানে জড়ো হওয়া ফটোশিকারী ও পাপারাৎজিদের আবদার মিটিয়ে সিঁড়ি দিয়ে নামছিলেন আলিয়া। ঠিক তার পেছনেই রণবীর। আলিয়া নেমে গেলেও তাঁর লেহেঙ্গার কিছু অংশ সিঁড়ির উপরেই লুটোচ্ছিল। ফলে সিঁড়ি দিয়ে নামতে একটু অসুবিধাই হচ্ছিল বলি-সুন্দরীর। যা দেখামাত্রই লেহেঙ্গার সেই অংশ পা দিয়ে লাথি মেরে সরিয়ে দিতে দেখা যায় রণবীরকে।
এই ভিডিও ছড়িয়ে পড়ার পর সমালোচিতই হয়েছেন ‘সঞ্জু’ ছবির নায়ক রণবীর। নেটপাড়ার একাংশের দাবি, এই আচরণে প্রমাণিত হয় রণবীর কাউকেই শ্রদ্ধা করেন না। নিজের প্রেমিকার পোশাক অন্য ভাবেও সরাতে পারতেন তিনি। কিন্তু তা অভিনেতা করেননি।
শুধু তাই নয়, কোনও কোনও নেটিজেনদের আলিয়াকে পরামর্শ, ‘ব্যাড চয়েস। এরকম ছেলের সঙ্গে থেকো না। সম্পর্ক থেকে বেরিয়ে এসো’। অন্য এক নেট নাগরিক আবার লিখছেন, ‘রণবীর সিং কোনওদিনও দীপিকার সঙ্গে এরকম ব্যবহার করেন না, করবেনও না!’ যদিও এ নিয়ে রণবীর বা আলিয়া এখনও পর্যন্ত কেউই প্রকাশ্যে মুখ খোলেননি।
প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে সম্পর্কে রয়েছেন রণবীর এবং আলিয়া। বলিউডে গুঞ্জন সামনের বছরের মাঝামাঝি সময়ে নাকি চার হাত এক করতে চলেছেন এই তারকা-জুটি। তবে রণবীরকে বিয়ে করা নিয়ে মুখ খুললেও কবে করবেন তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন আলিয়া।
অন্যদিকে, আলিয়ার মা সোনি রাজদান-কে এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানিয়েছেন তাঁর নিজের কাছেও আলিয়ার বিয়ের সম্পর্কিত কোনও খবর আপাতত নেই।