সৃজিত যে বড় পরিচালক তা জানতেন না মিথিলা
অনলাইন ডেস্ক | ৩০ নভেম্বর, ২০২১ ১৯:২২
বিয়ের আগে সৃজিত মুখার্জি যে কলকাতার এত বড় মাপের পরিচালক সে সম্পর্কে তার ধারণাই ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মিথিলা মন্তব্য করেছেন।
মিথিলা বলেন, সৃজিতের সঙ্গে যখন তার কথা শুরু হয়, তখন ফেসবুকে সাধারণভাবেই কথা বলতেন তারা। কখনও ভাবেননি তাদের মধ্যে কোনো পাকাপোক্ত সম্পর্ক হতে যাচ্ছে।
সৃজিতই মিথিলাকে ফেসবুকে নক করেছেন জানিয়ে মিথিলা আরও বলেন, সৃজিতের ফেসবুকে আমার আইডির সাজেশন যাচ্ছিল। তখন নাকি সৃজিত একটু আগ্রহ দেখিয়েছিল। প্রথম যখন আমাকে হাই বলে, তখন আমি চিনতে চাইলাম লোকটা কে? কমনফ্রেন্ড কে কে আছে?
আর তার প্রোফাইলটা ভেরিফায়েডও ছিল না। আসলেই হাই বলা মানুষটি সৃজিত কি না, সেটাও বোঝার অপশন ছিল না। মনে মনে চিন্তা করেছি সত্যি হতেও পারে, আবার নাও হতে পারে। এরপর আমি রিপ্লাই দিলাম। তখন দেখলাম এটি আসলেই সৃজিতের প্রোফাইল।
২০১৯ সালের জানুয়ারি মাসে পরিচয় হয় বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির। ওই বছরেরই ৬ ডিসেম্বর প্রণয়ে বাঁধা পড়ে তারা বিয়ে করেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩০ নভেম্বর, ২০২১ ১৯:২২

বিয়ের আগে সৃজিত মুখার্জি যে কলকাতার এত বড় মাপের পরিচালক সে সম্পর্কে তার ধারণাই ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সম্প্রতি এক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে মিথিলা মন্তব্য করেছেন।
মিথিলা বলেন, সৃজিতের সঙ্গে যখন তার কথা শুরু হয়, তখন ফেসবুকে সাধারণভাবেই কথা বলতেন তারা। কখনও ভাবেননি তাদের মধ্যে কোনো পাকাপোক্ত সম্পর্ক হতে যাচ্ছে।
সৃজিতই মিথিলাকে ফেসবুকে নক করেছেন জানিয়ে মিথিলা আরও বলেন, সৃজিতের ফেসবুকে আমার আইডির সাজেশন যাচ্ছিল। তখন নাকি সৃজিত একটু আগ্রহ দেখিয়েছিল। প্রথম যখন আমাকে হাই বলে, তখন আমি চিনতে চাইলাম লোকটা কে? কমনফ্রেন্ড কে কে আছে?
আর তার প্রোফাইলটা ভেরিফায়েডও ছিল না। আসলেই হাই বলা মানুষটি সৃজিত কি না, সেটাও বোঝার অপশন ছিল না। মনে মনে চিন্তা করেছি সত্যি হতেও পারে, আবার নাও হতে পারে। এরপর আমি রিপ্লাই দিলাম। তখন দেখলাম এটি আসলেই সৃজিতের প্রোফাইল।
২০১৯ সালের জানুয়ারি মাসে পরিচয় হয় বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা ও ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখার্জির। ওই বছরেরই ৬ ডিসেম্বর প্রণয়ে বাঁধা পড়ে তারা বিয়ে করেন।