সিঁথি’র অতিথি সারেগামাপা’র অঙ্কিতা
অনলাইন ডেস্ক | ২ ডিসেম্বর, ২০২১ ১৭:৪৮
সংগীতশিল্পী সিঁথি সাহার উপস্থাপনায় ‘সিঁথির অতিথি’ অনুষ্ঠানে ৪ ডিসেম্বর অতিথি হিসেবে থাকবেন ভারতের জি বাংলা সারেগামাপা ২০১৯-এর চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য। শনিবার রাত ১০ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
করোনা পরিস্থিতির কারণে স্ট্রিম ইয়ার্ড প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন অতিথিরা। সিঁথির সঙ্গে আলাপনের পাশাপাশি জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন অঙ্কিতা। এ ছাড়া কথা বলবেন বর্তমান জীবনযাত্রা, গানের বাইরে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন এবং নতুন ভাবনা নিয়ে। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।
শুধু তাই নয়, গান, আড্ডা আর মজার প্রশ্নোত্তর পর্ব দিয়ে সাজানো এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন দেশ-বিদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২ ডিসেম্বর, ২০২১ ১৭:৪৮

সংগীতশিল্পী সিঁথি সাহার উপস্থাপনায় ‘সিঁথির অতিথি’ অনুষ্ঠানে ৪ ডিসেম্বর অতিথি হিসেবে থাকবেন ভারতের জি বাংলা সারেগামাপা ২০১৯-এর চ্যাম্পিয়ন অঙ্কিতা ভট্টাচার্য। শনিবার রাত ১০ টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।
করোনা পরিস্থিতির কারণে স্ট্রিম ইয়ার্ড প্রযুক্তির মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন অতিথিরা। সিঁথির সঙ্গে আলাপনের পাশাপাশি জনপ্রিয় কিছু গান পরিবেশন করবেন অঙ্কিতা। এ ছাড়া কথা বলবেন বর্তমান জীবনযাত্রা, গানের বাইরে ব্যক্তিজীবন ও পারিবারিক জীবন এবং নতুন ভাবনা নিয়ে। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম।
শুধু তাই নয়, গান, আড্ডা আর মজার প্রশ্নোত্তর পর্ব দিয়ে সাজানো এ অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকছেন দেশ-বিদেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা।
শেয়ার করুন