নিজের বায়োপিকে অভিনয় করবেন রবি উইলিয়ামস
অনলাইন ডেস্ক | ৩ ডিসেম্বর, ২০২১ ১৫:১৪
রবি উইলিয়ামস
অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০২২ সালের শুরুর দিকে রবি উইলিয়ামসের বায়োপিক ‘বেটার ম্যান’-এর ক্যামেরা ওপেন হবে। ছবিটি পরিচালনা করছেন ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’-খ্যাত মাইকেল গ্র্যাসি।
ভ্যারাইটি জানায়, ছবিতে গায়ক-অভিনেতা উইলিয়ামস নিজে অভিনয় করবেন। তার কিছু গান নতুন রূপে ও নতুন প্রেক্ষাপটে ‘বেটার ম্যান’-এ যুক্ত হবে।
শুক্রবার অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার ও ভিক্টোরিয়া রাজ্য কর্তৃপক্ষ ছবিটির শুটিং সম্পর্কে নিশ্চিত করেছে।
করোনার পর একাধিক সিনেমার গন্তব্য হয়েছে অস্ট্রেলিয়া। সেখানকার সরকার স্টুডিওগুলোকে শুটিংয়ের জন্য পর্যাপ্ত সুবিধা দিয়েছে।
এ নিয়ে উইলিয়ামস বলেন, ভিক্টোরিয়া বন্ধু মাইকেল গ্র্যাসির সঙ্গে ছবিটি নির্মাণের জন্য আমি উচ্ছ্বসিত।
নির্মাতা গ্র্যাসি বলেন, আমার নিজের শহরে ফিরে রবি উইলিয়ামসের চমৎকার, বৈশিষ্ট্যপূর্ণ গল্প বলার সুযোগ পেয়ে স্বপ্ন সত্য হলো।
যুক্তরাজ্যের শীর্ষ বিনোদনদাতাদের একজন উইলিয়ামস, সর্বকালের সর্বোচ্চ-বিক্রীত শিল্পীও তিনি। পপ গ্রুপ টেক দ্যাটের সদস্য হিসেবে প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর সলো ক্যারিয়ারে দারুণ সফলতা পান। ‘বেটার ম্যান’ ছবিতে মঞ্চ ও মঞ্চের বাইরের রবি উইলিয়ামসের জীবন সমান্তরালভাবে তুলে ধরা হবে।
রবি উইলিয়ামসের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে কিডস, সুপ্রিম, দ্য রোড টু মান্দালন, রক ডিজে, মিলেনিয়াম, অ্যাঞ্জেলস, ওল্ড বিফোর আই ডাই, লেট মি এন্টারটেইন ইউ, শি’স ম্যাডোনা, নো রিগ্রেটস প্রভৃতি।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩ ডিসেম্বর, ২০২১ ১৫:১৪

অস্ট্রেলিয়ার মেলবোর্নে ২০২২ সালের শুরুর দিকে রবি উইলিয়ামসের বায়োপিক ‘বেটার ম্যান’-এর ক্যামেরা ওপেন হবে। ছবিটি পরিচালনা করছেন ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’-খ্যাত মাইকেল গ্র্যাসি।
ভ্যারাইটি জানায়, ছবিতে গায়ক-অভিনেতা উইলিয়ামস নিজে অভিনয় করবেন। তার কিছু গান নতুন রূপে ও নতুন প্রেক্ষাপটে ‘বেটার ম্যান’-এ যুক্ত হবে।
শুক্রবার অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার ও ভিক্টোরিয়া রাজ্য কর্তৃপক্ষ ছবিটির শুটিং সম্পর্কে নিশ্চিত করেছে।
করোনার পর একাধিক সিনেমার গন্তব্য হয়েছে অস্ট্রেলিয়া। সেখানকার সরকার স্টুডিওগুলোকে শুটিংয়ের জন্য পর্যাপ্ত সুবিধা দিয়েছে।
এ নিয়ে উইলিয়ামস বলেন, ভিক্টোরিয়া বন্ধু মাইকেল গ্র্যাসির সঙ্গে ছবিটি নির্মাণের জন্য আমি উচ্ছ্বসিত।
নির্মাতা গ্র্যাসি বলেন, আমার নিজের শহরে ফিরে রবি উইলিয়ামসের চমৎকার, বৈশিষ্ট্যপূর্ণ গল্প বলার সুযোগ পেয়ে স্বপ্ন সত্য হলো।
যুক্তরাজ্যের শীর্ষ বিনোদনদাতাদের একজন উইলিয়ামস, সর্বকালের সর্বোচ্চ-বিক্রীত শিল্পীও তিনি। পপ গ্রুপ টেক দ্যাটের সদস্য হিসেবে প্রথম আলোচনায় আসেন তিনি। এরপর সলো ক্যারিয়ারে দারুণ সফলতা পান। ‘বেটার ম্যান’ ছবিতে মঞ্চ ও মঞ্চের বাইরের রবি উইলিয়ামসের জীবন সমান্তরালভাবে তুলে ধরা হবে।
রবি উইলিয়ামসের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে কিডস, সুপ্রিম, দ্য রোড টু মান্দালন, রক ডিজে, মিলেনিয়াম, অ্যাঞ্জেলস, ওল্ড বিফোর আই ডাই, লেট মি এন্টারটেইন ইউ, শি’স ম্যাডোনা, নো রিগ্রেটস প্রভৃতি।