শুভর বাদ পড়া কলকাতার ছবিটিও মুক্তি পেল শুক্রবার
অনলাইন ডেস্ক | ৩ ডিসেম্বর, ২০২১ ১৬:০৫
আরিফিন শুভ
দেশ-বিদেশের ৮০টির মতো প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’। একই দিন কলকাতায় মুক্তি পেয়েছে আলোচিত একটি ছবি, যার সঙ্গে জুড়ে আছে ঢাকার নায়কের নাম।
‘অভিযাত্রিক’ নামের ওই ছবিতে শুভর অভিনয়ের সব ঠিকঠাক থাকলেও শেষ পর্যন্ত ভিসা জটিলতায় কাজটি করা হয়নি তার।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৯ সালে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত ‘অপুর সংসার’। ছবিটি ঠিক যেখানে শেষ হয়েছিল সেখানেই শুরু ‘অভিযাত্রিক’, পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র।
ছবিতে উঠে এসেছে অপু ও তার ছেলে কাজলের কথা। ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ ছবিতে ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল অপুকে। এবার সেই ছেলে কাজলের হাত ধরে ঘরে ফিরবে অপু।
মূলত নায়ক ফেরদৌসের ভারতীয় নির্বাচনে প্রচারণায় জটিলতায় পড়ে বাংলাদেশের অন্য তারকারাও। তাই শুভর বদলে অভিনয়ে করেন অর্জুন চক্রবর্তী।
ছবিতে অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায়, অপুর বন্ধু শংকরের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, বউরানির ভূমিকায় তনুশ্রী শংকর অভিনয় করেছেন।
লীলার ভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়, রানু দিদির ভূমিকায় শ্রীলেখা মিত্র এবং অপুর ছেলে কাজলের ভূমিকায় আয়ুষ্মান মুখোপাধ্যায়কে দেখা যাবে।
ছবির অন্যতম প্রযোজক বলিউডের ‘চাঁদনী বার’-খ্যাত নির্মাতা মধুর ভান্ডারকর। ইতিমধ্যে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে ‘অভিযাত্রিক’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৩ ডিসেম্বর, ২০২১ ১৬:০৫

দেশ-বিদেশের ৮০টির মতো প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত ‘মিশন এক্সট্রিম’। একই দিন কলকাতায় মুক্তি পেয়েছে আলোচিত একটি ছবি, যার সঙ্গে জুড়ে আছে ঢাকার নায়কের নাম।
‘অভিযাত্রিক’ নামের ওই ছবিতে শুভর অভিনয়ের সব ঠিকঠাক থাকলেও শেষ পর্যন্ত ভিসা জটিলতায় কাজটি করা হয়নি তার।
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ১৯৫৯ সালে মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত ‘অপুর সংসার’। ছবিটি ঠিক যেখানে শেষ হয়েছিল সেখানেই শুরু ‘অভিযাত্রিক’, পরিচালনা করেছেন শুভ্রজিৎ মিত্র।
ছবিতে উঠে এসেছে অপু ও তার ছেলে কাজলের কথা। ১৯৫৯ সালে ‘অপুর সংসার’ ছবিতে ছেলেকে নিয়ে বেরিয়ে যেতে দেখা গিয়েছিল অপুকে। এবার সেই ছেলে কাজলের হাত ধরে ঘরে ফিরবে অপু।
মূলত নায়ক ফেরদৌসের ভারতীয় নির্বাচনে প্রচারণায় জটিলতায় পড়ে বাংলাদেশের অন্য তারকারাও। তাই শুভর বদলে অভিনয়ে করেন অর্জুন চক্রবর্তী।
ছবিতে অপর্ণার চরিত্রে দিতিপ্রিয়া রায়, অপুর বন্ধু শংকরের ভূমিকায় সব্যসাচী চক্রবর্তী, বউরানির ভূমিকায় তনুশ্রী শংকর অভিনয় করেছেন।
লীলার ভূমিকায় অর্পিতা চট্টোপাধ্যায়, রানু দিদির ভূমিকায় শ্রীলেখা মিত্র এবং অপুর ছেলে কাজলের ভূমিকায় আয়ুষ্মান মুখোপাধ্যায়কে দেখা যাবে।
ছবির অন্যতম প্রযোজক বলিউডের ‘চাঁদনী বার’-খ্যাত নির্মাতা মধুর ভান্ডারকর। ইতিমধ্যে বিভিন্ন ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়ে প্রশংসিত হয়েছে ‘অভিযাত্রিক’।