নতুন জুটি মম-সোহেল!
অনলাইন ডেস্ক | ৫ ডিসেম্বর, ২০২১ ১৪:১৫
সোহেল ও মম
প্রথমবারের মতো জুটি হতে যাচ্ছেন জাকিয়া বারী মম ও সোহেল মণ্ডল। তাদের নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন কৌশিক শঙ্কর দাস।
সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয়ে আসা মম এখন টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা, চলচ্চিত্রে পেয়েছেন জাতীয় পুরস্কার। অন্যদিকে হালে পরপর কয়েকটি ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে আলোচনায় আছেন সোহেল মণ্ডল।
এই দুই অভিনয়শিল্পীকে এক করার ঘোষণা দিয়েছেন কৌশিক। ফেইসবুকে একাধিক ছবি শেয়ার করে খবরটি জানালেও সিরিজের নাম ও গল্পের কোনো ধারণা দেননি তিনি।
কৌশিক বলেন, পর্দার এক নতুন জুটির সঙ্গে চিত্রনাট্য পড়ছেন তিনি।
আরও জানান, ওয়েব প্ল্যাটফর্মে বিঞ্জে সিরিজটি প্রচার হবে।
মম ও সোহেল দুজনেই নাটক-সিরিজে ব্যস্ততম অভিনেতা। সিনেমাও করছেন তারা। অন্যদিকে নাটক-সিরিজের পাশাপাশি নির্মাণাধীন রয়েছে কৌশিকের প্রথম সিনেমা ‘পাঞ্চ’।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ৫ ডিসেম্বর, ২০২১ ১৪:১৫

সোহেল ও মম
প্রথমবারের মতো জুটি হতে যাচ্ছেন জাকিয়া বারী মম ও সোহেল মণ্ডল। তাদের নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন কৌশিক শঙ্কর দাস।
সুন্দরী প্রতিযোগিতা থেকে অভিনয়ে আসা মম এখন টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম নায়িকা, চলচ্চিত্রে পেয়েছেন জাতীয় পুরস্কার। অন্যদিকে হালে পরপর কয়েকটি ওয়েব সিরিজে ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করে আলোচনায় আছেন সোহেল মণ্ডল।
এই দুই অভিনয়শিল্পীকে এক করার ঘোষণা দিয়েছেন কৌশিক। ফেইসবুকে একাধিক ছবি শেয়ার করে খবরটি জানালেও সিরিজের নাম ও গল্পের কোনো ধারণা দেননি তিনি।
কৌশিক বলেন, পর্দার এক নতুন জুটির সঙ্গে চিত্রনাট্য পড়ছেন তিনি।
আরও জানান, ওয়েব প্ল্যাটফর্মে বিঞ্জে সিরিজটি প্রচার হবে।
মম ও সোহেল দুজনেই নাটক-সিরিজে ব্যস্ততম অভিনেতা। সিনেমাও করছেন তারা। অন্যদিকে নাটক-সিরিজের পাশাপাশি নির্মাণাধীন রয়েছে কৌশিকের প্রথম সিনেমা ‘পাঞ্চ’।
শেয়ার করুন