অনন্যা পান্ডের অনন্য বিচ স্টাইল
অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২২ ১৩:২৬
অনন্যা পান্ডে মানেই বলিউডের এক ফ্রেস লুক। ঝড়ের বেগে ভাইরাল হওয়া এই অভিনেত্রীর প্রতিটা পোজই যেন মুহূর্তে ঝড় তোলে নেট দুনিয়ার পাতায়। একের পর এক তারকাদের পাশে হটলিস্টে নিজের জায়গা করে নিয়েছেন অনন্যা।
এবার ঝড়ের বেগে ভাইরাল অনন্যার সমুদ্র স্নানের ছবি। আবারও সকলের নজরের কেন্দ্রে পান্ডে কন্যা। তার বিচ স্টাইল দিশা পাটানি এবং অন্যান্যদের চেয়ে আলাদা। অনন্যা বলেই যেন তার স্টাইলও অনন্য। ঝড়ের বেগে ভাইরাল হওয়া বলিউডের এই তারকার প্রতিটা ছবি যেন একেবারে পারফেক্ট।
একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। তবে তার আগে নিজের হট লুকে ভক্তদের মন একাধিকবার জয় করে নিয়েছেন এই তারকা কন্যা। এবার ভিন্ন ধরনের বিচ স্টাইলে ভাইরাল চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৬ জানুয়ারি, ২০২২ ১৩:২৬

অনন্যা পান্ডে মানেই বলিউডের এক ফ্রেস লুক। ঝড়ের বেগে ভাইরাল হওয়া এই অভিনেত্রীর প্রতিটা পোজই যেন মুহূর্তে ঝড় তোলে নেট দুনিয়ার পাতায়। একের পর এক তারকাদের পাশে হটলিস্টে নিজের জায়গা করে নিয়েছেন অনন্যা।
এবার ঝড়ের বেগে ভাইরাল অনন্যার সমুদ্র স্নানের ছবি। আবারও সকলের নজরের কেন্দ্রে পান্ডে কন্যা। তার বিচ স্টাইল দিশা পাটানি এবং অন্যান্যদের চেয়ে আলাদা। অনন্যা বলেই যেন তার স্টাইলও অনন্য। ঝড়ের বেগে ভাইরাল হওয়া বলিউডের এই তারকার প্রতিটা ছবি যেন একেবারে পারফেক্ট।
একের পর এক ছবির প্রস্তাব এখন তাঁর হাতে। তবে তার আগে নিজের হট লুকে ভক্তদের মন একাধিকবার জয় করে নিয়েছেন এই তারকা কন্যা। এবার ভিন্ন ধরনের বিচ স্টাইলে ভাইরাল চাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডে।
শেয়ার করুন