বিএসএফের বিরুদ্ধে মন্তব্য করায় ‘দেশদ্রোহী’ অপর্ণা
অনলাইন ডেস্ক | ১৮ জানুয়ারি, ২০২২ ১৪:৩৯
অপর্ণা সেন
পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেনের বিরুদ্ধে স্থানীয় উল্টোডাঙা থানায় এফআইআর করা হয়েছে।
টিভি নাইন জানায়, বিজেপি নেতা কল্যাণ চৌবে ‘দেশদ্রোহিতা’র অভিযোগটি এনেছেন। তার বক্তব্য, গত নভেম্বরে অপর্ণা সেন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ তুলেছিলেন, তা তিনি প্রত্যাহারও করেননি বা ওই মন্তব্যের জন্য ক্ষমাও চাননি।
থানায় অভিযোগের পাশাপাশি পুলিশ কমিশনার ও ডিসি ইএসডিকে একটি চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা।
অপর্ণার বিরুদ্ধে অভিযোগ, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ অভিনেত্রী এনেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। অপর্ণার বিরুদ্ধে পুলিশ যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেয় সেই দাবি রাখা হয়েছে অভিযোগপত্রে। বিষয়টি নিয়ে পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতা।
গত ১৬ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্কে ওই মন্তব্য করেছিলেন অপর্ণা সেন। অভিনেত্রীর এই মন্তব্যের পর তাকে মন্তব্য প্রত্যাহার বা ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠান কল্যাণ চৌবে। এরপর মন্তব্যের ৬০ দিন পার হলেও কোনো জবাব না দেওয়ায় অপর্ণার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন কল্যাণ চৌবে।
বিএসএফের এখতিয়ার বাড়ানো প্রসঙ্গে এদিন অপর্ণা সেন বলেছিলেন, ‘যে বিএসএফ আছে, তা কি যথেষ্ট নয়। কীভাবে ছিটমহলের মানুষের ওপর অত্যাচার হয়। ভাবলেই শিউরে উঠতে হয়।’
সেই সময় থেকেই অপর্ণা সেনের বিরুদ্ধে কার্যত খড়্গহস্ত বিজেপি। এর আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছিলেন।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ১৮ জানুয়ারি, ২০২২ ১৪:৩৯

পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেনের বিরুদ্ধে স্থানীয় উল্টোডাঙা থানায় এফআইআর করা হয়েছে।
টিভি নাইন জানায়, বিজেপি নেতা কল্যাণ চৌবে ‘দেশদ্রোহিতা’র অভিযোগটি এনেছেন। তার বক্তব্য, গত নভেম্বরে অপর্ণা সেন বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ তুলেছিলেন, তা তিনি প্রত্যাহারও করেননি বা ওই মন্তব্যের জন্য ক্ষমাও চাননি।
থানায় অভিযোগের পাশাপাশি পুলিশ কমিশনার ও ডিসি ইএসডিকে একটি চিঠি পাঠিয়েছেন বিজেপি নেতা।
অপর্ণার বিরুদ্ধে অভিযোগ, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের বিরুদ্ধে ধর্ষণের মতো যে গুরুতর অভিযোগ অভিনেত্রী এনেছেন, যা রাষ্ট্রদ্রোহিতার সামিল। অপর্ণার বিরুদ্ধে পুলিশ যাতে যথোপযুক্ত ব্যবস্থা নেয় সেই দাবি রাখা হয়েছে অভিযোগপত্রে। বিষয়টি নিয়ে পুলিশ ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে বিজেপি নেতা।
গত ১৬ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে সীমান্তরক্ষী বাহিনীর সম্পর্কে ওই মন্তব্য করেছিলেন অপর্ণা সেন। অভিনেত্রীর এই মন্তব্যের পর তাকে মন্তব্য প্রত্যাহার বা ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে চিঠি পাঠান কল্যাণ চৌবে। এরপর মন্তব্যের ৬০ দিন পার হলেও কোনো জবাব না দেওয়ায় অপর্ণার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন কল্যাণ চৌবে।
বিএসএফের এখতিয়ার বাড়ানো প্রসঙ্গে এদিন অপর্ণা সেন বলেছিলেন, ‘যে বিএসএফ আছে, তা কি যথেষ্ট নয়। কীভাবে ছিটমহলের মানুষের ওপর অত্যাচার হয়। ভাবলেই শিউরে উঠতে হয়।’
সেই সময় থেকেই অপর্ণা সেনের বিরুদ্ধে কার্যত খড়্গহস্ত বিজেপি। এর আগে বিজেপি নেতা দিলীপ ঘোষ ও শুভেন্দু অধিকারী অভিনেত্রীর বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তুলেছিলেন।