দিলারা জামানের স্নেহে নায়ক আরজু
নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২২ ১৬:৫৮
খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামানের সন্তানের ভূমিকায় অভিনয় করলেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘মা জননী’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে তাদের এই স্নেহ শীতল দৃশ্যায়ন ধরা পড়েছে। গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল, সুর সংগীত করেছেন আলামিন খান। আর এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কণ্ঠশিল্পী মনির খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে।
এক মর্মান্তিক গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে মিউজিক ভিডিওটিতে। যা সবার মন ছুঁয়ে যাবে বলে মনে করেন কায়েস আরজু। তিনি বলেন, ‘‘মা জননী’ গানটি আমার কাছে স্পেশাল। প্রথমত এটি বছরের প্রথম কাজ। তার উপর এখানে আমি শ্রদ্ধেয় অভিনেত্রী, গুণীজন দিলারা জামানের সঙ্গে অভিনয় করেছি। তার সন্তানের ভূমিকায়। দারুণ এক্সপেরিয়েন্স। আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম তার সঙ্গে নানা দৃশ্যে শুটিং করতে গিয়ে। তার চোখে মুখে যে মায়া, যে আদর স্নেহ ভালোবাসা, তা যেন অভিনয় করার সুযোগে আরো বেশি পেয়েছি।’আরজু আরও জানান, শিগগিরই ডিপি মিউজিক স্টেশন নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২০ জানুয়ারি, ২০২২ ১৬:৫৮

খ্যাতিমান অভিনেত্রী দিলারা জামানের সন্তানের ভূমিকায় অভিনয় করলেন চিত্রনায়ক কায়েস আরজু। ‘মা জননী’ শিরোনামের একটি মিউজিক ভিডিওতে তাদের এই স্নেহ শীতল দৃশ্যায়ন ধরা পড়েছে। গানটি লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল, সুর সংগীত করেছেন আলামিন খান। আর এতে কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী কণ্ঠশিল্পী মনির খান। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভ্র মেহরাজ। এরই মধ্যে গানটির মিউজিক ভিডিও নির্মাণের কাজ শেষ হয়েছে।
এক মর্মান্তিক গল্পকে ফুটিয়ে তোলা হয়েছে মিউজিক ভিডিওটিতে। যা সবার মন ছুঁয়ে যাবে বলে মনে করেন কায়েস আরজু। তিনি বলেন, ‘‘মা জননী’ গানটি আমার কাছে স্পেশাল। প্রথমত এটি বছরের প্রথম কাজ। তার উপর এখানে আমি শ্রদ্ধেয় অভিনেত্রী, গুণীজন দিলারা জামানের সঙ্গে অভিনয় করেছি। তার সন্তানের ভূমিকায়। দারুণ এক্সপেরিয়েন্স। আমি ভীষণ আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম তার সঙ্গে নানা দৃশ্যে শুটিং করতে গিয়ে। তার চোখে মুখে যে মায়া, যে আদর স্নেহ ভালোবাসা, তা যেন অভিনয় করার সুযোগে আরো বেশি পেয়েছি।’আরজু আরও জানান, শিগগিরই ডিপি মিউজিক স্টেশন নামের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।