এফডিসিতে লাঞ্ছনার শিকার হলেন নায়ক ইমন
সুদীপ্ত সাইদ খান | ২১ জানুয়ারি, ২০২২ ২১:০২
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৩ কার্যকালের নির্বাচন নিয়ে এফডিসি এখন সরগরম। নির্বাচনে অংশ নেওয়া দুই প্যানেলের প্রতিনিধিরা ভোট চাইতে প্রতিদিনই এফডিসিতে মিছিল মিটিং করছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠছে। নির্বাচন ঘিরে নানা ঘটনারও জন্ম হচ্ছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে নির্বাচনী প্রচারণাকালে লাঞ্ছনার শিকার হলেন চিত্রনায়ক ইমন। দেশ রূপান্তরকে ইমন বলেন, ‘আজ সাতটার দিকে আমি নিপুণ আপা, রিয়াজ ভাই, সাইমন সাদিকসহ নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী প্রচারণা করছিলাম। এমন সময় মিশা ভাইকে দেখে তার দিকে এগিয়ে যাই। কিন্তু তার কাছে যাওয়ার আগেই একজন আমাকে ধাক্কা দেয়। তাকে বলি আমি ইমন। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। ভাবসাবে মনে হচ্ছিল তিনি মিশা ভাইয়ের বডিগার্ড।’
তিনি আরও বলেন, ‘মিশা সওদাগর ভাইয়ের সঙ্গে এত কাজ করেছি, তিনি আমার আপনজন। কিন্তু ওনার সঙ্গে দেখা করতে গিয়ে আমাকে এভাবে লাঞ্ছিত হতে হবে তা ভাবিনি। যদিও পরে মিশা ভাই ওই লোককে থামিয়েছেন।’
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন বলেও জানালেন ইমন। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আশা করি দ্রুত এর বিচার পাবো।’
সাধারণ সম্পাদক পদ-প্রার্থী চিত্রনায়িকা নিপুণ বলে, ‘এমন ঘটনা সত্যি অনভিপ্রেত। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। আশা করি তারা বিষয়টি দেখবেন।’
এদিকে ইমন অভিযুক্তের নাম না প্রকাশ করলেও বেশকিছু সূত্র জানায়, ইমনকে ধাক্কা দেওয়া ওই ব্যক্তির শাহেন শাহ। তিনি কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বলে জানা গেছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
সুদীপ্ত সাইদ খান | ২১ জানুয়ারি, ২০২২ ২১:০২

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২০২৩ কার্যকালের নির্বাচন নিয়ে এফডিসি এখন সরগরম। নির্বাচনে অংশ নেওয়া দুই প্যানেলের প্রতিনিধিরা ভোট চাইতে প্রতিদিনই এফডিসিতে মিছিল মিটিং করছেন। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী প্রচারণা তুঙ্গে উঠছে। নির্বাচন ঘিরে নানা ঘটনারও জন্ম হচ্ছে।
এদিকে শুক্রবার সন্ধ্যায় এফডিসিতে নির্বাচনী প্রচারণাকালে লাঞ্ছনার শিকার হলেন চিত্রনায়ক ইমন। দেশ রূপান্তরকে ইমন বলেন, ‘আজ সাতটার দিকে আমি নিপুণ আপা, রিয়াজ ভাই, সাইমন সাদিকসহ নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচনী প্রচারণা করছিলাম। এমন সময় মিশা ভাইকে দেখে তার দিকে এগিয়ে যাই। কিন্তু তার কাছে যাওয়ার আগেই একজন আমাকে ধাক্কা দেয়। তাকে বলি আমি ইমন। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। ভাবসাবে মনে হচ্ছিল তিনি মিশা ভাইয়ের বডিগার্ড।’
তিনি আরও বলেন, ‘মিশা সওদাগর ভাইয়ের সঙ্গে এত কাজ করেছি, তিনি আমার আপনজন। কিন্তু ওনার সঙ্গে দেখা করতে গিয়ে আমাকে এভাবে লাঞ্ছিত হতে হবে তা ভাবিনি। যদিও পরে মিশা ভাই ওই লোককে থামিয়েছেন।’
বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছেন বলেও জানালেন ইমন। তিনি বলেন, ‘আমি এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করেছি। তারা ইতিবাচক মনোভাব দেখিয়েছেন। আশা করি দ্রুত এর বিচার পাবো।’
সাধারণ সম্পাদক পদ-প্রার্থী চিত্রনায়িকা নিপুণ বলে, ‘এমন ঘটনা সত্যি অনভিপ্রেত। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছি। আশা করি তারা বিষয়টি দেখবেন।’
এদিকে ইমন অভিযুক্তের নাম না প্রকাশ করলেও বেশকিছু সূত্র জানায়, ইমনকে ধাক্কা দেওয়া ওই ব্যক্তির শাহেন শাহ। তিনি কয়েকটি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বলে জানা গেছে।