ষষ্ঠ সপ্তাহেও দাপট দেখাচ্ছে ‘স্পাইডারম্যান’
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২২ ১৩:০২
একই সিনেমায় একাধিক স্পাইডারম্যান ছিল মূল আকর্ষণ
আগের সপ্তাহে দ্বিতীয় অবস্থানে নেমে যাওয়ার পর চলতি সপ্তাহে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ আবারও শীর্ষে ফিরে এসেছে।
মুক্তির ষষ্ঠ সপ্তাহান্তে প্রথম অবস্থান দখলে নেওয়ায় সনি পিকচার্সের ঝুলিতে প্রতিদিন ঢুকছে কোটি কোটি টাকা। বর্তমানে সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে হাই স্কুল সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিটি।
উত্তর আমেরিকার বাজারে রবিবার সিনেমাটি আয় করে ১ কোটি ৪১ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর আয় এখন পর্যন্ত ১৭০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় আয় প্রায় ১৪ হাজার ৬০০ কোটি টাকা। এর ফলে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ও ‘দ্য লায়ন কিং’-এর মোট আয়কেও ছাড়িয়ে গেছে। উত্তর আমেরিকায় ৭২.১ কোটি ডলার আয় করে, এটি এখন সেখানকার চতুর্থ ব্যবসাসফল সিনেমা।
তবে শীর্ষ ব্যবসাসফল ছবির তালিকায় ওপরের দিকে থাকা ৫ ছবির আয় ২০০ কোটি ডলারের বেশি। অর্থাৎ, তালিকায় এগিয়ে থাকতে চাইলে আরও ৩০ কোটি ডলারের বেশি আয় করতে হবে। যা চীনের বাজারে সিনেমাটি উন্মুক্ত হলে সম্ভব। কিন্তু যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনায় আপাতত তা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে।
এ দিকে এক সপ্তাহ আগে মুক্তি পাওয়া ‘স্ক্রিম’-এর আয় ৫৯ শতাংশ কমে গেছে, যা হরর সিনেমার জন্য বেশ স্বাভাবিক। দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় ১ কোটি ২৪ লাখ ডলারের মতো। এই পর্যন্ত ৫ কোটি ১৩ লাখ ডলার আয় করেছে।
তৃতীয় অবস্থানে আছে ‘সিং টু’। মুক্তির পঞ্চম সপ্তাহান্তে আয় ৫৭ লাখ ডলার এবং মোট আয় ২৪.১২ কোটি ডলার।
শুক্রবার মুক্তি পাওয়া নতুন দুই ছবি ততটা আলোচিত নয়। এর মধ্যে পিয়ার্স ব্রসনান অভিনীত কল্পকাহিনি ‘দ্য কিংস ডটার’ ২০১৪ সালে নির্মিত। আয় করেছে সাড়ে ৭ লাখ ডলার। আর নিনা ডবরেভ অভিনীত ‘রিডিমিং লাভ’ আয় করেছে ৩৭ লাখ ডলার।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২২ ১৩:০২

আগের সপ্তাহে দ্বিতীয় অবস্থানে নেমে যাওয়ার পর চলতি সপ্তাহে ‘স্পাইডারম্যান: নো ওয়ে হোম’ আবারও শীর্ষে ফিরে এসেছে।
মুক্তির ষষ্ঠ সপ্তাহান্তে প্রথম অবস্থান দখলে নেওয়ায় সনি পিকচার্সের ঝুলিতে প্রতিদিন ঢুকছে কোটি কোটি টাকা। বর্তমানে সবচেয়ে ব্যবসাসফল সিনেমাগুলোর তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে হাই স্কুল সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিটি।
উত্তর আমেরিকার বাজারে রবিবার সিনেমাটি আয় করে ১ কোটি ৪১ লাখ ডলার। সব মিলিয়ে বিশ্বব্যাপী এর আয় এখন পর্যন্ত ১৭০ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় আয় প্রায় ১৪ হাজার ৬০০ কোটি টাকা। এর ফলে ‘জুরাসিক ওয়ার্ল্ড’ ও ‘দ্য লায়ন কিং’-এর মোট আয়কেও ছাড়িয়ে গেছে। উত্তর আমেরিকায় ৭২.১ কোটি ডলার আয় করে, এটি এখন সেখানকার চতুর্থ ব্যবসাসফল সিনেমা।
তবে শীর্ষ ব্যবসাসফল ছবির তালিকায় ওপরের দিকে থাকা ৫ ছবির আয় ২০০ কোটি ডলারের বেশি। অর্থাৎ, তালিকায় এগিয়ে থাকতে চাইলে আরও ৩০ কোটি ডলারের বেশি আয় করতে হবে। যা চীনের বাজারে সিনেমাটি উন্মুক্ত হলে সম্ভব। কিন্তু যুক্তরাষ্ট্র-চীনের মধ্যে চলমান রাজনৈতিক উত্তেজনায় আপাতত তা সম্ভব হবে না বলে ধারণা করা হচ্ছে।
এ দিকে এক সপ্তাহ আগে মুক্তি পাওয়া ‘স্ক্রিম’-এর আয় ৫৯ শতাংশ কমে গেছে, যা হরর সিনেমার জন্য বেশ স্বাভাবিক। দ্বিতীয় সপ্তাহান্তে সিনেমাটির আয় ১ কোটি ২৪ লাখ ডলারের মতো। এই পর্যন্ত ৫ কোটি ১৩ লাখ ডলার আয় করেছে।
তৃতীয় অবস্থানে আছে ‘সিং টু’। মুক্তির পঞ্চম সপ্তাহান্তে আয় ৫৭ লাখ ডলার এবং মোট আয় ২৪.১২ কোটি ডলার।
শুক্রবার মুক্তি পাওয়া নতুন দুই ছবি ততটা আলোচিত নয়। এর মধ্যে পিয়ার্স ব্রসনান অভিনীত কল্পকাহিনি ‘দ্য কিংস ডটার’ ২০১৪ সালে নির্মিত। আয় করেছে সাড়ে ৭ লাখ ডলার। আর নিনা ডবরেভ অভিনীত ‘রিডিমিং লাভ’ আয় করেছে ৩৭ লাখ ডলার।