টেলিভিশনে সরাসরি মিলা
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২২ ১৭:৪৫
মিলা ইসলাম
পপ তারকা মিলা ইসলামকে টিভি লাইভে খুব কমই দেখা যায়। এবার লম্বা বিরতি ভেঙে ফিরছেন সরাসরি গানের অনুষ্ঠানে।
বাংলাভিশনের সাপ্তাহিক ফোনোলাইভ কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ গাইবেন মিলা।
‘ছেঁড়া পালে’-খ্যাত গায়িকা বলেন, ‘অনেক দিন পর স্টুডিও লাইভ করছি। কত দিন, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ব্যাক টু ব্যাক ৫-৬টা স্টেজ শো করলাম। আমি সাধারণত টিভিতে শো করি না। স্পেশাল অকেশনে করা হয়। তবে এবার করছি।’
সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকেরা ফোন করে মিলার সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
শুধু পরিবেশনাই নয়, মিলা কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও।
‘মিউজিক ক্লাব’র পর্বটি বাংলাভিশনে প্রচার হবে বুধবার রাত ১১টা ২৫মিনিটে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
অনলাইন ডেস্ক | ২৫ জানুয়ারি, ২০২২ ১৭:৪৫

মিলা ইসলাম
পপ তারকা মিলা ইসলামকে টিভি লাইভে খুব কমই দেখা যায়। এবার লম্বা বিরতি ভেঙে ফিরছেন সরাসরি গানের অনুষ্ঠানে।
বাংলাভিশনের সাপ্তাহিক ফোনোলাইভ কনসার্ট ‘মিউজিক ক্লাব’-এ গাইবেন মিলা।
‘ছেঁড়া পালে’-খ্যাত গায়িকা বলেন, ‘অনেক দিন পর স্টুডিও লাইভ করছি। কত দিন, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। ব্যাক টু ব্যাক ৫-৬টা স্টেজ শো করলাম। আমি সাধারণত টিভিতে শো করি না। স্পেশাল অকেশনে করা হয়। তবে এবার করছি।’
সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকেরা ফোন করে মিলার সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
শুধু পরিবেশনাই নয়, মিলা কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা-অজানা তথ্যসহ ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও।
‘মিউজিক ক্লাব’র পর্বটি বাংলাভিশনে প্রচার হবে বুধবার রাত ১১টা ২৫মিনিটে।
শেয়ার করুন