২০ আগস্ট চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ১৫:১৪
গেল বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে আবারও নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২০ আগস্ট এফডিসিতে এ নির্বাচন হবে।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশ মেনে ভোটার তালিকা সংশোধন করে আগামী ২০ আগস্ট এফডিসিতে এ নির্বাচন হবে। আশা করছি আর কোনো রকমের বাঁধা আসবে না। আমরা সবাই মিলেমিশে নতুন একটা কমিটি নিয়ে আসবো। যা এই মুর্হুতে খুব দরকার বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য।’
প্রযোজক নেতা সামসুল আলম বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। ইন্ডাস্ট্রির স্বার্থে দ্রুত নির্বাচন হওয়াটা জরুরি।’
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল ২১ মে। কিন্তু নির্বাচনটি স্থগিত হয়েছে কিছু জটিলতায়।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ২৩ জুন, ২০২২ ১৫:১৪

গেল বছরের মার্চ থেকে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি নেতৃত্বশূন্য। সমিতির প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব নুরুল হক। প্রযোজকের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতে আবারও নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন প্রশাসক। আগামী ২০ আগস্ট এফডিসিতে এ নির্বাচন হবে।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নেতা খোরশেদ আলম খসরু বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশ মেনে ভোটার তালিকা সংশোধন করে আগামী ২০ আগস্ট এফডিসিতে এ নির্বাচন হবে। আশা করছি আর কোনো রকমের বাঁধা আসবে না। আমরা সবাই মিলেমিশে নতুন একটা কমিটি নিয়ে আসবো। যা এই মুর্হুতে খুব দরকার বাংলাদেশ চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য।’
প্রযোজক নেতা সামসুল আলম বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। ইন্ডাস্ট্রির স্বার্থে দ্রুত নির্বাচন হওয়াটা জরুরি।’
এর আগে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল ২১ মে। কিন্তু নির্বাচনটি স্থগিত হয়েছে কিছু জটিলতায়।