‘মানিম্যান’-এ চার চরিত্রে ভাবনা
নিজস্ব প্রতিবেদক | ৩০ জুন, ২০২২ ২১:২৬
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অনবদ্য। ব্যতিক্রমী গল্পের অভাব আমাদের শোবিজে, তাইতো তিনি কাজও করেন খুব বেছে বেছে। তবে এবার ঈদের একটি টেলিফিল্ম নিয়ে তিনি দারুণ এক্সাইটেড। এর নাম ‘মানিম্যান’। পরিচালনা করেছেন মেধাবী নির্মাতা নূর ইমরান মিঠু। গল্প লিখেছেন ইবনে হাসান খান। কাজটি নিয়ে ভাবনার এক্সাইটমেন্টের কারণ হলো- এতে তিনি একাই চারটি চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এ নিয়ে বিস্তারিত বলতে নারাজ! ভালো কাজের একটা চমক রাখতে চান অভিনেত্রী।
ভাবনা বলেন, ‘এবারই প্রথম এ ধরনের গল্পে অভিনয় করেছি। পুরো নাটকে আমাকে চারটি চরিত্রে দেখা যাবে। এর বেশি কিছু বলতে চাই না।’
ভাবনা জানান, নাটকে এক প্রতারকের চরিত্রে দেখা যাবে তাকে। প্রতারণা করে মানুষকে ঠকানো তার কাজ। এই অভিনেত্রী ‘মানিম্যান’-এর একটি দৃশ্য তার ফেইসবুকে শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে হাসপাতালের দৃশ্য। ভাবনা বলেন, হাসপাতালে আমি প্রতারণা করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে যাই। শুধু হাসপাতালেই না, পুলিশের সঙ্গেও আমি প্রতারণা করি! এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। তবে শেষে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক।’
ভাবনাকে এবার ঈদে আরও বেশকিছু নাটকে দেখা যাবে। এদিকে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজের ২০টি শিল্পকর্ম বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। এ নিয়ে সামাজিক মাধ্যমে জানানোর পর বেশ সাড়াও পেয়েছেন।
অন্যদিকে, ভাবনা শেষ করেছেন ‘দামপাড়া’ সিনেমার কাজ। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমাটির কাজ। এ সিনেমায় ভাবনা অভিনয় করেছেন ফেরদৌসের বিপরীতে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ জুন, ২০২২ ২১:২৬

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রে অনবদ্য। ব্যতিক্রমী গল্পের অভাব আমাদের শোবিজে, তাইতো তিনি কাজও করেন খুব বেছে বেছে। তবে এবার ঈদের একটি টেলিফিল্ম নিয়ে তিনি দারুণ এক্সাইটেড। এর নাম ‘মানিম্যান’। পরিচালনা করেছেন মেধাবী নির্মাতা নূর ইমরান মিঠু। গল্প লিখেছেন ইবনে হাসান খান। কাজটি নিয়ে ভাবনার এক্সাইটমেন্টের কারণ হলো- এতে তিনি একাই চারটি চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এ নিয়ে বিস্তারিত বলতে নারাজ! ভালো কাজের একটা চমক রাখতে চান অভিনেত্রী।
ভাবনা বলেন, ‘এবারই প্রথম এ ধরনের গল্পে অভিনয় করেছি। পুরো নাটকে আমাকে চারটি চরিত্রে দেখা যাবে। এর বেশি কিছু বলতে চাই না।’
ভাবনা জানান, নাটকে এক প্রতারকের চরিত্রে দেখা যাবে তাকে। প্রতারণা করে মানুষকে ঠকানো তার কাজ। এই অভিনেত্রী ‘মানিম্যান’-এর একটি দৃশ্য তার ফেইসবুকে শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে হাসপাতালের দৃশ্য। ভাবনা বলেন, হাসপাতালে আমি প্রতারণা করে মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে যাই। শুধু হাসপাতালেই না, পুলিশের সঙ্গেও আমি প্রতারণা করি! এভাবেই নাটকের গল্প এগিয়ে যায়। তবে শেষে একটি বার্তা দেওয়ার চেষ্টা করেছেন পরিচালক।’
ভাবনাকে এবার ঈদে আরও বেশকিছু নাটকে দেখা যাবে। এদিকে সিলেটের বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য নিজের ২০টি শিল্পকর্ম বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। এ নিয়ে সামাজিক মাধ্যমে জানানোর পর বেশ সাড়াও পেয়েছেন।
অন্যদিকে, ভাবনা শেষ করেছেন ‘দামপাড়া’ সিনেমার কাজ। চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে হয়েছে সিনেমাটির কাজ। এ সিনেমায় ভাবনা অভিনয় করেছেন ফেরদৌসের বিপরীতে।