হেমন্ত-লতার গানে বিপ্লব-সুস্মিতা
নিজস্ব প্রতিবেদক | ৩০ জুন, ২০২২ ২১:৩৫
দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা শখের বসে নানা ধরনের কাজ করেন। সম্প্রতি বিভিন্ন উৎসব-পার্বণে তিনি মিউজিক ভিডিও প্রকাশ করছেন। সেসব গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দেশের বিখ্যাত সংগীতশিল্পীরা। গানগুলো দর্শক-শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করে তিনিও নতুন গান করার ব্যাপারে উৎসাহ পান।
এবার তার সঙ্গে গাইলেন তরুণ শিল্পী সুস্মিতা সাহা। এটি অবশ্য মৌলিক কোনো গান নয়। তারা গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের বিখ্যাত একটি গান। গানটির নতুন সংগীতায়োজন করেছেন জিয়াউল হাসান পলাশ। স্টুডিও তানপুরাতে এর রেকর্ডিং হয়েছে।
বিপ্লব সাহা বলেন, ‘অনেক দিন পর নতুন গানে কণ্ঠ দিলাম। এই গানটি আমার ভীষণ পছন্দের। আমার মতো কোটি মানুষ এই গানটি পছন্দ করেন। সেই ভালো লাগা ও আবেগ থেকে গানটি কভার করার সিদ্ধান্ত নিই। তবে কোন গান তা এখনই বলব না। সবে তো গানের রেকর্ড হলো। সব কাজ শেষ করে ভিডিও তৈরির পর জানাব। মিষ্টি গলার গায়িকা সুস্মিতা সাহা দারুণ গেয়েছে গানটি। আশা করি হেমন্ত-লতা জুটির গানটি আমাদের দুজনের কণ্ঠে উপভোগ করবেন শ্রোতা-দর্শক।’
সুস্মিতা সাহা বলেন, ‘বিপ্লব সাহা দাদার সবগুলো কাজ আমি দেখেছি। খুব ভালো কাজ করেন দাদা। তার সঙ্গে এই প্রথম আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তাই আমার খুব ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা কয়েক দিনের মধ্যে গানটি শোনতে পাবে।’ বিপ্লব সাহা জানান, গানটি শিগগিরই ভিডিও আকারে প্রকাশ হবে জনপ্রিয় কোনো প্ল্যাটফর্ম থেকে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ৩০ জুন, ২০২২ ২১:৩৫

দেশের স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা শখের বসে নানা ধরনের কাজ করেন। সম্প্রতি বিভিন্ন উৎসব-পার্বণে তিনি মিউজিক ভিডিও প্রকাশ করছেন। সেসব গানে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন দেশের বিখ্যাত সংগীতশিল্পীরা। গানগুলো দর্শক-শ্রোতারা বেশ ভালোভাবেই গ্রহণ করে তিনিও নতুন গান করার ব্যাপারে উৎসাহ পান।
এবার তার সঙ্গে গাইলেন তরুণ শিল্পী সুস্মিতা সাহা। এটি অবশ্য মৌলিক কোনো গান নয়। তারা গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায় ও লতা মঙ্গেশকরের বিখ্যাত একটি গান। গানটির নতুন সংগীতায়োজন করেছেন জিয়াউল হাসান পলাশ। স্টুডিও তানপুরাতে এর রেকর্ডিং হয়েছে।
বিপ্লব সাহা বলেন, ‘অনেক দিন পর নতুন গানে কণ্ঠ দিলাম। এই গানটি আমার ভীষণ পছন্দের। আমার মতো কোটি মানুষ এই গানটি পছন্দ করেন। সেই ভালো লাগা ও আবেগ থেকে গানটি কভার করার সিদ্ধান্ত নিই। তবে কোন গান তা এখনই বলব না। সবে তো গানের রেকর্ড হলো। সব কাজ শেষ করে ভিডিও তৈরির পর জানাব। মিষ্টি গলার গায়িকা সুস্মিতা সাহা দারুণ গেয়েছে গানটি। আশা করি হেমন্ত-লতা জুটির গানটি আমাদের দুজনের কণ্ঠে উপভোগ করবেন শ্রোতা-দর্শক।’
সুস্মিতা সাহা বলেন, ‘বিপ্লব সাহা দাদার সবগুলো কাজ আমি দেখেছি। খুব ভালো কাজ করেন দাদা। তার সঙ্গে এই প্রথম আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। তাই আমার খুব ভালো লাগছে। আশা করছি দর্শক-শ্রোতারা কয়েক দিনের মধ্যে গানটি শোনতে পাবে।’ বিপ্লব সাহা জানান, গানটি শিগগিরই ভিডিও আকারে প্রকাশ হবে জনপ্রিয় কোনো প্ল্যাটফর্ম থেকে।