হলিউড টিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা জানালেন সাজ্জাদ
নিজস্ব প্রতিবেদক | ১ জুলাই, ২০২২ ১৪:৪৮
জনপ্রিয় মডেল সাজ্জাদ হোসেন সম্প্রতি নাম লিখিয়েছেন রূপালি পর্দায়। ইতিমধ্যেই শেষ করেছেন কামরুজ্জামান রোমান পরিচালিত ‘মোনা’ সিনেমার কাজ। সৈকত নাসির পরিচালিত ওয়েব সিরিজ নেটওয়ার্কের কাজও শেষ করেছেন। গত ২০ মে থেকে করছেন ‘প্রেম পুরান’ ছবির কাজ।
এদিকে সাজ্জাদ জানালেন জাজ মাল্টিমিডিয়ার মাসুদ রানা সিরিজের ছবি ‘এমআরনাইন’ এর শুটিংও শেষ করেছেন তিনি। এই ছবিতে সোহেল রানা চরিত্রে দেখা যাবে সাজ্জাদকে।
সাজ্জাদ বলেন, ‘এমআরনাইন-এর শেষ লটের কাজ হয়েছে ঢাকায়। বেশ ভালোভাবেই শুটিং শেষ করেছি। হলিউডের টিমের সঙ্গে কাজ করতে গিয়ে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। ওরা জানে কি কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে। সবকিছুই প্রি প্ল্যান করে সম্পন্ন করেছে। টোটাল টিমের সঙ্গে কাজ করে ভালো লাগছে।’
কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে সিনেমাটি তৈরি হয়েছে। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। ১৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুটিং শুরু হয় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটির। সম্প্রতি শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর।
‘এমআর নাইন’ সিনেমাটি চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। এটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হয়েছে।
শেয়ার করুন
এই পাতার আরো খবর
নিজস্ব প্রতিবেদক | ১ জুলাই, ২০২২ ১৪:৪৮

জনপ্রিয় মডেল সাজ্জাদ হোসেন সম্প্রতি নাম লিখিয়েছেন রূপালি পর্দায়। ইতিমধ্যেই শেষ করেছেন কামরুজ্জামান রোমান পরিচালিত ‘মোনা’ সিনেমার কাজ। সৈকত নাসির পরিচালিত ওয়েব সিরিজ নেটওয়ার্কের কাজও শেষ করেছেন। গত ২০ মে থেকে করছেন ‘প্রেম পুরান’ ছবির কাজ।
এদিকে সাজ্জাদ জানালেন জাজ মাল্টিমিডিয়ার মাসুদ রানা সিরিজের ছবি ‘এমআরনাইন’ এর শুটিংও শেষ করেছেন তিনি। এই ছবিতে সোহেল রানা চরিত্রে দেখা যাবে সাজ্জাদকে।
সাজ্জাদ বলেন, ‘এমআরনাইন-এর শেষ লটের কাজ হয়েছে ঢাকায়। বেশ ভালোভাবেই শুটিং শেষ করেছি। হলিউডের টিমের সঙ্গে কাজ করতে গিয়ে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। ওরা জানে কি কাজ করতে হবে, কিভাবে কি করতে হবে। সবকিছুই প্রি প্ল্যান করে সম্পন্ন করেছে। টোটাল টিমের সঙ্গে কাজ করে ভালো লাগছে।’
কাজী আনোয়ার হোসেন মাসুদ রানা সিরিজের প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ থেকে সিনেমাটি তৈরি হয়েছে। এতে মাসুদ রানা চরিত্রে অভিনয় করেছেন এবিএম সুমন। ১৪ মে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে শুটিং শুরু হয় জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিটির। সম্প্রতি শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করছেন মার্কিন বংশোদ্ভূত বাংলাদেশি প্রযোজক ও পরিচালক আসিফ আকবর।
‘এমআর নাইন’ সিনেমাটি চিত্রনাট্য লিখেছেন যৌথভাবে নাজিম উদ দৌলা, আসিফ আকবর, আবদুল আজিজ ও বিউ ক্লার্ক। এটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। তাদের সঙ্গে থাকছে হলিউডের অ্যাভেইল এন্টারটেইনমেন্ট। সিনেমাটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় নির্মিত হয়েছে।