ফ্যাশন ডিজাইনার হিসেবে জনপ্রিয় নাম বিপ্লব সাহা এখন গানের প্রায় নিয়মিত। প্রথমে শখের বসে গান করলেও এখন তা হয়ে উঠেছে নেশার মতো। তিনি এরইমধ্যে একক গানের পাশাপাশি দেশের অনেক গুণী শিল্পীর সঙ্গে ডুয়েট গান করেছেন।
এবার সেই তালিকায় যুক্ত হলো মিষ্টি হাসির মিষ্টি কণ্ঠের জনপ্রিয় গায়িকা সোমনুর মনির কোনাল। বিপ্লব সাহা আর কোনাল হাজির রোমান্টিক নাম্বার ‘তোমার চোখে চোখ পড়লেই’ নিয়ে।
এ গানকে বিপ্লব সাহা বলছেন, বছরের সেরা চমক! গানটির কথা লিখেছেন কথাশিল্পী মারুফ আহমেদ, সুর করেছেন জনপ্রিয় সুরকার উজ্জ্বল সিনহা। সিলেট এবং মাওয়ার বিভিন্ন সুন্দর লোকেশনে ভিডিওচিত্র পরিচালনা করেছেন বিপ্লব সাহা এবং রিজভী। দেশসেরা ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ-এর ব্যানার থেকে বিপ্লব সাহার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং একই সাথে বিশ্বরঙ এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।
বিপ্লব সাহা বলেন, ‘আমি ফ্যাশন জগতের মানুষ। কিন্তু সংগীতের প্রতি তুমুল আগ্রহ ও দুর্বলতা। শুরুতে শখ করে গান করি। কিন্তু আমার গানগুলো দর্শক সাদরে গ্রহণ করে। তাই একের পর এক গান তৈরী করে গেছি। এই ভালোবাসা অব্যাহত থাকলে সামনে আরও ভালো কিছু গান করতে চাই।’
তিনি আরও বলেন, নিঃসন্দেহে কোনাল এ সময়ের অন্যতম মেধাবী শিল্পী। আর আমি গুণী মানুষের কদর করি সবসময়। আশা করছি আমাদের রোমান্টিক গানটি দর্শকের ভালো লাগবে।