বিজয় দিবস উপলক্ষে নতুন দেশাত্মবোধক গান গাইলেন উপমহাদেশের খ্যাতিমান সংগীতশিল্পী রুনা লায়লা। ‘যদি প্রশ্ন করো’ শিরোনামের গানটির ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে।
মৃত্যুর আগেই গানটি লিখেছিলেন উপমহাদেশের আরেক বরেণ্য গীতিকার গাজী মাজহারুল আনোয়ার। গানটি সুর করেছেন শফিক তুহিন, সংগীতায়োজন করেছেন ফোয়াদ নাসের বাবু। ‘যদি প্রশ্ন করো কতটা ভালোবাসি তোমাকে, ও আমার দেশ আমি জবাব দেব, ততটাই ভালোবাসি, যতটা ভালোবাসি আমার মাকে’Ñ এমন কথার গানটি এরই মধ্যে রাজধানীর বনশ্রীতে ফোয়াদ নাসের বাবুর স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।
১৩ ডিসেম্বর গানটির ভিডিও শ্যুটিংয়ে অংশ নিয়েছেন রুনা লায়লা। মিউজিক ভিডিওর নির্দেশনা দিয়েছেন তানিম রহমান অংশু। গানটি নিয়ে রুনা লায়লা বলেন, ‘গাজী মাজহারুল আনোয়ারের লেখা গান আগেও অনেক গেয়েছি। তার লেখা গানে আমার সুরে অন্য শিল্পীও গেয়েছেন। নতুন এই গান তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে গাইলাম। গানের কথা মনে গেঁথে থাকার মতো। সুরটাও দারুণ। শ্রোতা-দর্শকের বারবার শোনার মতোই এই গান।’

নওশাবা বলেন, ‘আমি একদিক থেকে খুব ভাগ্যবান। খুব একটা মিউজিক ভিডিওর কাজ করা হয় না। তবে যেগুলো করেছি, সেগুলো মনে রাখার মতো। এর আগে উপমহাদেশের আরেক বিখ্যাত গায়ক রাহাত ফাতেহ আলী খানের গানের মডেল হয়েছি। এবার রুনা লায়লার মতো শিল্পীর গানে কাজ করলাম। তাও আবার কিংবদন্তি গাজী মাজহারুল আনোয়ারের লেখা গানে। এ ধরনের অভিজ্ঞতা সব শিল্পীর জীবনে আসে না। আমি সত্যিই নির্মাতা, প্রযোজক ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞ। আশা করছি দর্শকও নতুন এই দেশের গানটি পছন্দ করবেন।’ বিজয় দিবস উপলক্ষে গানটি আজ থেকে গান বাংলা চ্যানেলে প্রচার করা হবে।