জামালপুর পৌরসভার অধিকাংশ সড়ক বেহাল
জামালপুর প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
জামালপুর পৌরসভার অধিকাংশ রাস্তা খানাখন্দে ভরা। বেশিরভাগ রাস্তার কার্পেটিং উঠে গিয়ে সেগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা জামালপুর পৌরসভার পশ্চিম নয়াপাড়া শহীদ হারুন সড়ক, বানাকুঁড়া, মিয়াপাড়া মাতৃসদন রোড, বামুনপাড়া, মনিরাজপুরসহ অধিকাংশ সড়কের। গর্ত আর খানাখন্দে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এসব রাস্তায়। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। এসব রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পৌর কর্তৃপক্ষ গত এক বছর ধরে সড়ক সংস্কারের আশ্বাস দিয়ে এলেও এখনো অধিকাংশ সড়কেরই সংস্কার কাজ শুরু হয়নি।
নয়াপাড়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট কামরুল হাসান মনি জানান, ভাঙা রাস্তার কারণে নয়াপাড়া পাঁচরাস্তার মোড় এলাকায় রিকশা আসতে চায় না। বিকল্প পথে ঘুরে এলেও দিতে হয় কয়েকগুণ ভাড়া।
সরদারপাড়ার বাসিন্দা আবু সাঈদ লেমন জানান, বানাকুঁড়া সড়কটি দুই বছরের বেশি সময় ধরে বেহাল দশায় পড়ে থাকলেও পৌর কর্তৃপক্ষ এটি সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। এ রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা উল্টে মাঝেমধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
আগামী বর্ষা মৌসুমে ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা করে সেগুলো সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ।
মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে পৌরসভার প্যানেল মেয়র রাজীব সাহা জানান, এরমধ্যে পৌরসভার সড়ক সংস্কার প্রকল্প মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আগামী একাদশ সংসদ নির্বাচনের পর সড়ক সংস্কারের কার্যাদেশ দেওয়া হবে বলে তিনি জানান।
শেয়ার করুন
জামালপুর প্রতিনিধি | ১৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

জামালপুর পৌরসভার অধিকাংশ রাস্তা খানাখন্দে ভরা। বেশিরভাগ রাস্তার কার্পেটিং উঠে গিয়ে সেগুলো যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।
দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল দশা জামালপুর পৌরসভার পশ্চিম নয়াপাড়া শহীদ হারুন সড়ক, বানাকুঁড়া, মিয়াপাড়া মাতৃসদন রোড, বামুনপাড়া, মনিরাজপুরসহ অধিকাংশ সড়কের। গর্ত আর খানাখন্দে যানবাহন তো দূরের কথা, হেঁটে চলাচলও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এসব রাস্তায়। ফলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পৌরবাসীকে। এসব রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। পৌর কর্তৃপক্ষ গত এক বছর ধরে সড়ক সংস্কারের আশ্বাস দিয়ে এলেও এখনো অধিকাংশ সড়কেরই সংস্কার কাজ শুরু হয়নি।
নয়াপাড়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট কামরুল হাসান মনি জানান, ভাঙা রাস্তার কারণে নয়াপাড়া পাঁচরাস্তার মোড় এলাকায় রিকশা আসতে চায় না। বিকল্প পথে ঘুরে এলেও দিতে হয় কয়েকগুণ ভাড়া।
সরদারপাড়ার বাসিন্দা আবু সাঈদ লেমন জানান, বানাকুঁড়া সড়কটি দুই বছরের বেশি সময় ধরে বেহাল দশায় পড়ে থাকলেও পৌর কর্তৃপক্ষ এটি সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। এ রাস্তায় চলাচল করতে গিয়ে রিকশা উল্টে মাঝেমধ্যেই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
আগামী বর্ষা মৌসুমে ভোগান্তি আরো বাড়ার আশঙ্কা করে সেগুলো সংস্কারের দাবি জানিয়েছেন এলাকার জনগণ।
মানুষের দুর্ভোগের কথা স্বীকার করে পৌরসভার প্যানেল মেয়র রাজীব সাহা জানান, এরমধ্যে পৌরসভার সড়ক সংস্কার প্রকল্প মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। আগামী একাদশ সংসদ নির্বাচনের পর সড়ক সংস্কারের কার্যাদেশ দেওয়া হবে বলে তিনি জানান।