টি-টুয়েন্টি সিরিজ শুরু আজ
নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
বলটা ভালো ছিল আসলে! যে বলটাতে ব্যথা পেলেন সাকিব আল হাসান, নেট থেকে সোজা ড্রেসিংরুমে ছুটে গিয়ে যন্ত্রণা কমাতে বরফ চিকিৎসা শুরু করতে হলো সেটিরই প্রশংসা করছিলেন কোচ স্টিভ রোডস! অধিনায়কের খেলা নিয়ে অনিশ্চয়তা দূর করলেন একটু পর।
ওই বলের কারণেই কত দুশ্চিন্তা। লাকাতুরা টি-এস্টেটের বাতাসে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আজ অধিনায়ক সাকিবকে না পাওয়ার শঙ্কা উড়ছিল। সেটাকে উড়িয়ে দিয়ে সাইফউদ্দিনের ইয়র্কারের গুণগান করে কোচ পরিবেশটাকে হালকাই করেছেন আগে।
ওয়ানডে সিরিজ জিতিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা ফিরে গেছেন সিলেট থেকে। টেস্ট জেতানো অধিনায়ক সাকিবের দলের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। প্রথমবারের মতো কোনো পূর্ণাঙ্গ সিরিজের তিন সংস্করণেই প্রতিপক্ষকে হারানোর গৌরবের হাতছানি। সেটাও বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজকে সামনে রেখে। যারা টি-টুয়েন্টিতেও টানা হারে রীতিমতো আহত হয়ে আছে। দলে নিয়মিত বৈশ্বিক তারকাদের অনুপস্থিতি যাদের আরো প্রমাণের তাগিদ দিয়ে যাচ্ছে। সারা বছর হারতে হারতে যারা বছরের শেষটা করতে চাইছে দেশবাসী দ্বীপজনগণকে বড়দিনের উপহার দিয়ে।
টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ আফগানদের কাছেও হারে। কিন্তু প্রথমবারের মতো চমক সৃষ্টি হলো গেল আগস্টেই। টেস্টে বাজেভাবে হারার পর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো। ওখানেই শেষ না করে প্রথমবারের মতো উইন্ডিজকে ২-১-এ টি-টুয়েন্টি সিরিজ হারিয়ে দিয়ে নিজেরাই চমকে যাওয়া।
এবার দেশের মাটিতেও সেই ধারাবাহিকতা থাকবে? হবে তো প্রথমবারের মতো তিন সিরিজই জেতার ইতিহাস? ফেভারিট বিবেচিত হওয়ার মতো অনেক কিছু সঙ্গে নিয়েও ফেভারিট কি না এই প্রশ্নে বাংলাদেশের ইংলিশ কোচ রোডস একটু সাবধানতা দেখিয়ে যান, ‘নিশ্চিত না আসলে।’ তবে তার দলের যে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই, সবটাই জিতে শেষ করতে কোচের কণ্ঠে সেই ঝঙ্কার, ‘ওয়ানডেতে ভালো খেলেছি আমরা। ওখান থেকে আত্মবিশ্বাস নেওয়া উচিত আমাদের। টেস্ট সিরিজ দারুণ খেলেছি। এর বেশি কিছু আমরা চাইতে পারতাম না। কিন্তু আমরা (তার চেয়েও) বেশিই চাইছি।’ হাসেন কোচ।
তিন সিরিজ জিতে ৩-০ করা সম্ভব কি না সেই প্রশ্নে রোডসের বিশ্বাস, ‘অবশ্যই সম্ভব।’ কী হতে পারে তা অনুমান করতে অস্বীকার করলেও কোচ বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে তিন সংস্করণেই হারাতে পারলে খুশি হব আমরা। কিন্তু ওরা ভারতে হারার পর আমাদের কাছে দুই সিরিজে হেরেছে। সুতরাং, একটাও সিরিজ না জিতে ক্যারিবিয়ানে ফিরে যেতে চাইবে না। তাই, খুব কঠিন হবে।’
বাংলাদেশে কোচের কথার ভেতরের অর্থ টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এখন আহত বাঘের মতো। ভারতে কুড়ি ওভারের সিরিজের দুটিতে দারুণ লড়েও সিরিজ হেরেছে ৩-০-তে। আর এখন শেষ ভালো করতে মরিয়া চেষ্টা থাকবে তাদের। সেটা স্বাগতিকদের জন্য হুমকির মতো উচ্চারিত হয় ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রাফেটের কণ্ঠে, ‘দেশের মানুষের একটা ক্রিসমাস উপহার পাওনা। এই বছরটা আমরা জয়ে শেষ করার আশা রাখি। টি-টুয়েন্টি আমাদের সেরা ফরম্যাট বলে এখনো মনে করি আমরা। অবশ্য সাম্প্রতিক সময়ে গর্বিত হওয়ার মতো ফল আমাদের হাতে নেই। কিন্তু সবকিছু বদলে দিয়ে বছরটা ভালোভাবে শেষ করার সুযোগ আছে।’ শেষ ভালো করতে কতটা মরিয়া ক্যারিবিয়ানরা তা বোঝাতে ব্রাফেট এও বললেন যে, দরকার হলে স্ট্রেচারে করে উইকেটে খেলতে যাবেন তাদের পারফরমার শেই হোপ! আগের ম্যাচে অসুস্থ হয়েছেন ওপেনার।
কিন্তু হোম কন্ডিশনে সুবিধাটা সাকিবের দলেরই বেশি। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা টানা চার সিরিজে পাওয়া আত্মবিশ্বাস। তামিম, লিটন, সৌম্য টাচে। মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিব নিয়মিত পারফরমার। মিরাজ, মোস্তাফিজরা ধারাবাহিক। রুবেল ও আবু হায়দারের মধ্যে লড়াই। আরিফুল টি-টুয়েন্টির জায়গা ধরে রাখার দাবিদার। যদিও সাইফউদ্দিন ফেভারিট। ক্যারিবিয়ানরা গেইল, রাসেল, নারিন, ডিজে ব্রাভোদের মতো তারকা ছাড়া চাপে তো থাকবেই। সুখবর তাদের এভিন লুইস ফিরেছেন।
কিন্তু ওই যে শুরুতে সাকিবের কথা বলা হলো তার ব্যাপারটা? না, ও নিয়ে যে চিন্তার কিছু নেই। ঘটনার উল্লেখসহ কোচ রোডসের কণ্ঠে জেনে স্বস্তিতে থাকুন, ‘সে ভালোই আছে। সাইফউদ্দিনের ইনসুইং ইয়র্কারে পায়ে একটু ব্যথা পেয়েছে। ভালো একটা বল ছিল। ব্যথা লেগেছে পায়ের আঙুলে। ভালো হয়ে যাবে ও। কাল ঘুম থেকে উঠে তার এ সমস্যা থাকলে অবাক হব।’
সুতরাং, সমস্ত আয়োজন নিয়েই উইন্ডিজকে এবার টি-টুয়েন্টি সিরিজে হারিয়ে মোটমাট ৩-০ করার মিশনের এই তো শুরু।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

বলটা ভালো ছিল আসলে! যে বলটাতে ব্যথা পেলেন সাকিব আল হাসান, নেট থেকে সোজা ড্রেসিংরুমে ছুটে গিয়ে যন্ত্রণা কমাতে বরফ চিকিৎসা শুরু করতে হলো সেটিরই প্রশংসা করছিলেন কোচ স্টিভ রোডস! অধিনায়কের খেলা নিয়ে অনিশ্চয়তা দূর করলেন একটু পর। ওই বলের কারণেই কত দুশ্চিন্তা। লাকাতুরা টি-এস্টেটের বাতাসে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে আজ অধিনায়ক সাকিবকে না পাওয়ার শঙ্কা উড়ছিল। সেটাকে উড়িয়ে দিয়ে সাইফউদ্দিনের ইয়র্কারের গুণগান করে কোচ পরিবেশটাকে হালকাই করেছেন আগে। ওয়ানডে সিরিজ জিতিয়ে মাশরাফী বিন মোর্ত্তজা ফিরে গেছেন সিলেট থেকে। টেস্ট জেতানো অধিনায়ক সাকিবের দলের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। প্রথমবারের মতো কোনো পূর্ণাঙ্গ সিরিজের তিন সংস্করণেই প্রতিপক্ষকে হারানোর গৌরবের হাতছানি। সেটাও বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজকে সামনে রেখে। যারা টি-টুয়েন্টিতেও টানা হারে রীতিমতো আহত হয়ে আছে। দলে নিয়মিত বৈশ্বিক তারকাদের অনুপস্থিতি যাদের আরো প্রমাণের তাগিদ দিয়ে যাচ্ছে। সারা বছর হারতে হারতে যারা বছরের শেষটা করতে চাইছে দেশবাসী দ্বীপজনগণকে বড়দিনের উপহার দিয়ে। টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশ আফগানদের কাছেও হারে। কিন্তু প্রথমবারের মতো চমক সৃষ্টি হলো গেল আগস্টেই। টেস্টে বাজেভাবে হারার পর ওয়েস্ট ইন্ডিজে ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো। ওখানেই শেষ না করে প্রথমবারের মতো উইন্ডিজকে ২-১-এ টি-টুয়েন্টি সিরিজ হারিয়ে দিয়ে নিজেরাই চমকে যাওয়া। এবার দেশের মাটিতেও সেই ধারাবাহিকতা থাকবে? হবে তো প্রথমবারের মতো তিন সিরিজই জেতার ইতিহাস? ফেভারিট বিবেচিত হওয়ার মতো অনেক কিছু সঙ্গে নিয়েও ফেভারিট কি না এই প্রশ্নে বাংলাদেশের ইংলিশ কোচ রোডস একটু সাবধানতা দেখিয়ে যান, ‘নিশ্চিত না আসলে।’ তবে তার দলের যে আত্মবিশ্বাসের কোনো কমতি নেই, সবটাই জিতে শেষ করতে কোচের কণ্ঠে সেই ঝঙ্কার, ‘ওয়ানডেতে ভালো খেলেছি আমরা। ওখান থেকে আত্মবিশ্বাস নেওয়া উচিত আমাদের। টেস্ট সিরিজ দারুণ খেলেছি। এর বেশি কিছু আমরা চাইতে পারতাম না। কিন্তু আমরা (তার চেয়েও) বেশিই চাইছি।’ হাসেন কোচ। তিন সিরিজ জিতে ৩-০ করা সম্ভব কি না সেই প্রশ্নে রোডসের বিশ্বাস, ‘অবশ্যই সম্ভব।’ কী হতে পারে তা অনুমান করতে অস্বীকার করলেও কোচ বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজকে তিন সংস্করণেই হারাতে পারলে খুশি হব আমরা। কিন্তু ওরা ভারতে হারার পর আমাদের কাছে দুই সিরিজে হেরেছে। সুতরাং, একটাও সিরিজ না জিতে ক্যারিবিয়ানে ফিরে যেতে চাইবে না। তাই, খুব কঠিন হবে।’ বাংলাদেশে কোচের কথার ভেতরের অর্থ টি-টুয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এখন আহত বাঘের মতো। ভারতে কুড়ি ওভারের সিরিজের দুটিতে দারুণ লড়েও সিরিজ হেরেছে ৩-০-তে। আর এখন শেষ ভালো করতে মরিয়া চেষ্টা থাকবে তাদের। সেটা স্বাগতিকদের জন্য হুমকির মতো উচ্চারিত হয় ক্যারিবীয় অধিনায়ক কার্লোস ব্রাফেটের কণ্ঠে, ‘দেশের মানুষের একটা ক্রিসমাস উপহার পাওনা। এই বছরটা আমরা জয়ে শেষ করার আশা রাখি। টি-টুয়েন্টি আমাদের সেরা ফরম্যাট বলে এখনো মনে করি আমরা। অবশ্য সাম্প্রতিক সময়ে গর্বিত হওয়ার মতো ফল আমাদের হাতে নেই। কিন্তু সবকিছু বদলে দিয়ে বছরটা ভালোভাবে শেষ করার সুযোগ আছে।’ শেষ ভালো করতে কতটা মরিয়া ক্যারিবিয়ানরা তা বোঝাতে ব্রাফেট এও বললেন যে, দরকার হলে স্ট্রেচারে করে উইকেটে খেলতে যাবেন তাদের পারফরমার শেই হোপ! আগের ম্যাচে অসুস্থ হয়েছেন ওপেনার। কিন্তু হোম কন্ডিশনে সুবিধাটা সাকিবের দলেরই বেশি। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা টানা চার সিরিজে পাওয়া আত্মবিশ্বাস। তামিম, লিটন, সৌম্য টাচে। মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিব নিয়মিত পারফরমার। মিরাজ, মোস্তাফিজরা ধারাবাহিক। রুবেল ও আবু হায়দারের মধ্যে লড়াই। আরিফুল টি-টুয়েন্টির জায়গা ধরে রাখার দাবিদার। যদিও সাইফউদ্দিন ফেভারিট। ক্যারিবিয়ানরা গেইল, রাসেল, নারিন, ডিজে ব্রাভোদের মতো তারকা ছাড়া চাপে তো থাকবেই। সুখবর তাদের এভিন লুইস ফিরেছেন। কিন্তু ওই যে শুরুতে সাকিবের কথা বলা হলো তার ব্যাপারটা? না, ও নিয়ে যে চিন্তার কিছু নেই। ঘটনার উল্লেখসহ কোচ রোডসের কণ্ঠে জেনে স্বস্তিতে থাকুন, ‘সে ভালোই আছে। সাইফউদ্দিনের ইনসুইং ইয়র্কারে পায়ে একটু ব্যথা পেয়েছে। ভালো একটা বল ছিল। ব্যথা লেগেছে পায়ের আঙুলে। ভালো হয়ে যাবে ও। কাল ঘুম থেকে উঠে তার এ সমস্যা থাকলে অবাক হব।’ সুতরাং, সমস্ত আয়োজন নিয়েই উইন্ডিজকে এবার টি-টুয়েন্টি সিরিজে হারিয়ে মোটমাট ৩-০ করার মিশনের এই তো শুরু।