বিএনপির ইশতেহার তামাশা : আ. লীগ
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
একাদশ সংসদ নির্বাচন নিয়ে ঘোষিত বিএনপির ইশতেহারকেও জাতির সঙ্গে তামাশা হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপির ইশতেহারে আদালতের আদেশে দণ্ডিতদের সম্মান রক্ষার কথা বলায় সমালোচনা করেছেন তারা।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের জয়লাভ করে সরকার গঠন করলে ঐকমত্য, সকলের অন্তর্ভুক্তি এবং প্রতিহিংসাহীনতাÑএই মূলনীতির ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে।
এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবÑউল আলম হানিফ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মান ও মর্যাদার কথা বলে তারা দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছে। অপরদিকে দুর্নীতির বিরুদ্ধে জনগণের অবস্থানকে অপমান করেছে। তারা বরাবরের মতই ইশতেহার দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা ও তামাশা করেছে।
এর আগে সোমবার বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষিত ইশতেহারকে তামাশা বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। তারা দাবি করেন, ইশতেহার ঘোষণার বক্তব্যে দুর্নীতির দায়ে দণ্ডিত খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মান ও মর্যাদা রক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট চেয়েছেন। এটাই জাতির সঙ্গে তামাশা ও প্রতারণা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, বিএনপি ইশতেহারে যে কথাগুলো বলেছে, তার সবই জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিএনপি বলেছে, দলটি ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি করবে না। এর মানে দাঁড়ায় তারা প্রতিহিংসার রাজনীতি করেছে।
একইদিন সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ সংসদ নির্বাচন নিয়ে ঘোষিত বিএনপির ইশতেহারকেও জাতির সঙ্গে তামাশা হিসেবে দেখছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপির ইশতেহারে আদালতের আদেশে দণ্ডিতদের সম্মান রক্ষার কথা বলায় সমালোচনা করেছেন তারা।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের জয়লাভ করে সরকার গঠন করলে ঐকমত্য, সকলের অন্তর্ভুক্তি এবং প্রতিহিংসাহীনতাÑএই মূলনীতির ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে।
এর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবÑউল আলম হানিফ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মান ও মর্যাদার কথা বলে তারা দুর্নীতির পক্ষে অবস্থান নিয়েছে। অপরদিকে দুর্নীতির বিরুদ্ধে জনগণের অবস্থানকে অপমান করেছে। তারা বরাবরের মতই ইশতেহার দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা ও তামাশা করেছে।
এর আগে সোমবার বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের ঘোষিত ইশতেহারকে তামাশা বলেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। তারা দাবি করেন, ইশতেহার ঘোষণার বক্তব্যে দুর্নীতির দায়ে দণ্ডিত খালেদা জিয়া ও তারেক রহমানের সম্মান ও মর্যাদা রক্ষায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট চেয়েছেন। এটাই জাতির সঙ্গে তামাশা ও প্রতারণা।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক বলেন, বিএনপি ইশতেহারে যে কথাগুলো বলেছে, তার সবই জাতির সঙ্গে প্রতারণার শামিল। বিএনপি বলেছে, দলটি ক্ষমতায় গেলে প্রতিহিংসার রাজনীতি করবে না। এর মানে দাঁড়ায় তারা প্রতিহিংসার রাজনীতি করেছে।
একইদিন সকালে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।