জামায়াত নেতাদের প্রার্থিতা তিন দিনে নিষ্পত্তির নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) করা আবেদনটি তিন দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল মঙ্গলবার এ আদেশ দেয় বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন মো. আলামিন সরকার। ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
জামায়াত নেতাদের ধানের শীষ প্রতীকে অংশ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। রিটকারীর আইনজীবী জানান, ইসিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই। নিবন্ধনহীন একটি দলের প্রার্থীরা কীভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হন, এ যুক্তিতে রিটটি দায়ের করা হয়েছে।
সোমবার এর ওপর শুনানি শুরু হয়। প্রাথমিক শুনানিতে আদালত রিট আবেদনকারীদের ইসিতে আবেদন করতে বলে। এরপর জামায়াতের ওই ২৫ নেতার প্রার্থিতা বাতিলে পদক্ষেপ নিতে সোমবার ইসিতে আবেদন করেন রিট আবেদনকারীরা। এ নিয়ে তানিয়া আমীর গতকাল সাংবাদিকদের বলেন, আদালত রুলসহ ইসিকে ওই আবেদনটি তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে।
চলতি বছরের ২৯ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি। যদিও সংসদ নির্বাচনে দুই জোটের শরিকদের মধ্যে সবচেয়ে বেশি আসনে জামায়াতকে ছাড় দিয়েছে বিএনপি। ২২ আসনে ধানের শীষ প্রতীকে ও তিন আসনে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতারা।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আসন্ন সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর ২৫ নেতার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) করা আবেদনটি তিন দিনের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে গতকাল মঙ্গলবার এ আদেশ দেয় বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। রাষ্ট্রপক্ষে ছিলেন মো. আলামিন সরকার। ইসির পক্ষে ছিলেন আইনজীবী তৌহিদুল ইসলাম।
জামায়াত নেতাদের ধানের শীষ প্রতীকে অংশ নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে গত সোমবার তরিকত ফেডারেশনের মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করেন। রিটকারীর আইনজীবী জানান, ইসিতে জামায়াতে ইসলামীর নিবন্ধন নেই। নিবন্ধনহীন একটি দলের প্রার্থীরা কীভাবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী হন, এ যুক্তিতে রিটটি দায়ের করা হয়েছে।
সোমবার এর ওপর শুনানি শুরু হয়। প্রাথমিক শুনানিতে আদালত রিট আবেদনকারীদের ইসিতে আবেদন করতে বলে। এরপর জামায়াতের ওই ২৫ নেতার প্রার্থিতা বাতিলে পদক্ষেপ নিতে সোমবার ইসিতে আবেদন করেন রিট আবেদনকারীরা। এ নিয়ে তানিয়া আমীর গতকাল সাংবাদিকদের বলেন, আদালত রুলসহ ইসিকে ওই আবেদনটি তিন দিনের মধ্যে নিষ্পত্তি করতে বলেছে।
চলতি বছরের ২৯ অক্টোবর জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে ইসি। যদিও সংসদ নির্বাচনে দুই জোটের শরিকদের মধ্যে সবচেয়ে বেশি আসনে জামায়াতকে ছাড় দিয়েছে বিএনপি। ২২ আসনে ধানের শীষ প্রতীকে ও তিন আসনে স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াত নেতারা।