ঐক্যফ্রন্টের নতুন প্রার্থী মোকাব্বির
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা উচ্চ আদালতের আদেশে আটকে যাওয়ায় সেখানে গণফোরামের মোকাব্বির খানকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী করা হচ্ছে। আপিল বিভাগের রায়ের কপি পেলে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে সরকারবিরোধী এ জোট। গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের সিলেট মহানগর সভাপতি আনছার খান। সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের চাকরি থেকে অবসর নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাপার ইয়াহইয়া চৌধুরীর এক রিটের পরিপ্রেক্ষিতে লুনার প্রার্থিতা স্থগিত করে আদালত।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক, সিলেট | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদীর লুনার প্রার্থিতা উচ্চ আদালতের আদেশে আটকে যাওয়ায় সেখানে গণফোরামের মোকাব্বির খানকে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী করা হচ্ছে। আপিল বিভাগের রায়ের কপি পেলে তাকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করবে সরকারবিরোধী এ জোট। গতকাল বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন গণফোরামের সিলেট মহানগর সভাপতি আনছার খান। সিলেট-২ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী বিএনপির নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারের চাকরি থেকে অবসর নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাপার ইয়াহইয়া চৌধুরীর এক রিটের পরিপ্রেক্ষিতে লুনার প্রার্থিতা স্থগিত করে আদালত।
শেয়ার করুন