গাইবান্ধা-৩
ঐক্যফ্রন্ট প্রার্থীর মৃত্যু, ভোট স্থগিত
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (জাফর) নেতা ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে আসনটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মধ্যরাতে মারা যান সাবেক এই মন্ত্রী। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) অফিসে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব হেলালুদ্দীন আহমদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭/১ ধারা অনুযায়ী আসনটিতে নির্বাচন বন্ধ থাকবে। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর মৃত্যুর সনদসহ বিস্তারিত তথ্য পাঠালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন। তবে ৩০ ডিসেম্বর ওই আসনে ভোটগ্রহণ হবে না।’ পরবর্তী সময়ে ওই আসনে পুনঃতফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি। এদিকে আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, ফজলে রাব্বী চৌধুরী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সপ্তাহখানেক আগে হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ফজলে রাব্বী জাতীয় পার্টি (জাপা) থেকে পরপর ছয়বার এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ফজলে রাব্বী প্রচারে নামেননি। তার সমর্থকরা প্রচার চালিয়েছেন। এই আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের আট প্রার্থী রয়েছেন।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী জাতীয় পার্টির (জাফর) নেতা ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে আসনটিতে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার মধ্যরাতে মারা যান সাবেক এই মন্ত্রী। আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) অফিসে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সচিব হেলালুদ্দীন আহমদ জানান, গণপ্রতিনিধিত্ব আদেশের ১৭/১ ধারা অনুযায়ী আসনটিতে নির্বাচন বন্ধ থাকবে। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা প্রার্থীর মৃত্যুর সনদসহ বিস্তারিত তথ্য পাঠালে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনাররা এই বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেবেন। তবে ৩০ ডিসেম্বর ওই আসনে ভোটগ্রহণ হবে না।’ পরবর্তী সময়ে ওই আসনে পুনঃতফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি। এদিকে আমাদের গাইবান্ধা প্রতিনিধি জানান, ফজলে রাব্বী চৌধুরী বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে সপ্তাহখানেক আগে হাসপাতালে ভর্তি হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তার তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে। ফজলে রাব্বী জাতীয় পার্টি (জাপা) থেকে পরপর ছয়বার এই আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ তিনি জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। গত ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর ফজলে রাব্বী প্রচারে নামেননি। তার সমর্থকরা প্রচার চালিয়েছেন। এই আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্রসহ বিভিন্ন দলের আট প্রার্থী রয়েছেন।