কুকুরকে খাবার দেওয়ায় দণ্ড!
রূপান্তর ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
কুকুরকে খাবার দিয়ে বিপাকে পড়েছেন মন্টিনিগ্রোর এক প্রাণী অধিকারকর্মী। আদালতের জরিমানা শোধ করতে না পেরে এখন তিনি জেলের মুখোমুখি। বেওয়ারিশ কুকুরের জন্য বাড়ির বাইরের রাস্তায় খাবার ও পানির পাত্র রাখায় আদালত দোষী সাব্যস্ত করেন ৬০ বছর বয়সী ইন্দিরা লাজকোকে।
পেশায় ধাত্রী এ নারী ২০ বছর ধরে প্রাণী অধিকার নিয়ে কাজ করছেন। ইউরোপের দেশটির উত্তরের শহর প্লেজেভিয়ায় একটি প্রাণী আশ্রয়কেন্দ্রও চালান। তিনিই জেলে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় সেখানে চলছে তুমুল আলোচনা। গত শুক্রবার লাজকো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আদালত তাকে ১৫০ ইউরো জরিমানা দিতে আদেশ দিয়েছে, যা তার বেতনের ৪০ শতাংশ। তার কাছে এ পরিমাণ অর্থ নেই। না দিতে পারলে আগামী ২৯ ডিসেম্বর তাকে জেলে যেতে হবে। এখনই তার বেতনের অর্ধেক ঋণ শোধে চলে যায়।
প্রাণী সুরক্ষা নিয়ে এক দশক ধরে স্থানীয় কর্র্তৃপক্ষের সঙ্গে আইনি লড়াই চালিয়ে আসছেন ‘রাইট টু লাইফ’ নামক সংগঠনের প্রতিষ্ঠাতা ইন্দিরা লাজকো। গত বছর ছোট্ট বলকান দেশটির সেরা ধাত্রীর স্বীকৃতি পেয়েছিলেন তিনি।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

কুকুরকে খাবার দিয়ে বিপাকে পড়েছেন মন্টিনিগ্রোর এক প্রাণী অধিকারকর্মী। আদালতের জরিমানা শোধ করতে না পেরে এখন তিনি জেলের মুখোমুখি। বেওয়ারিশ কুকুরের জন্য বাড়ির বাইরের রাস্তায় খাবার ও পানির পাত্র রাখায় আদালত দোষী সাব্যস্ত করেন ৬০ বছর বয়সী ইন্দিরা লাজকোকে।
পেশায় ধাত্রী এ নারী ২০ বছর ধরে প্রাণী অধিকার নিয়ে কাজ করছেন। ইউরোপের দেশটির উত্তরের শহর প্লেজেভিয়ায় একটি প্রাণী আশ্রয়কেন্দ্রও চালান। তিনিই জেলে যাওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় সেখানে চলছে তুমুল আলোচনা। গত শুক্রবার লাজকো বার্তা সংস্থা এএফপিকে বলেন, আদালত তাকে ১৫০ ইউরো জরিমানা দিতে আদেশ দিয়েছে, যা তার বেতনের ৪০ শতাংশ। তার কাছে এ পরিমাণ অর্থ নেই। না দিতে পারলে আগামী ২৯ ডিসেম্বর তাকে জেলে যেতে হবে। এখনই তার বেতনের অর্ধেক ঋণ শোধে চলে যায়।
প্রাণী সুরক্ষা নিয়ে এক দশক ধরে স্থানীয় কর্র্তৃপক্ষের সঙ্গে আইনি লড়াই চালিয়ে আসছেন ‘রাইট টু লাইফ’ নামক সংগঠনের প্রতিষ্ঠাতা ইন্দিরা লাজকো। গত বছর ছোট্ট বলকান দেশটির সেরা ধাত্রীর স্বীকৃতি পেয়েছিলেন তিনি।