রিমিক্স গানে ওবামা
রূপান্তর ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
সান্তা সাজে শিশুদের সামনে বড়দিনের উপহার নিয়েই থামেননি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার তিনি দেশটির জনপ্রিয় গীতিনাট্য ‘হ্যামিল্টন’-এর একটি গানের রিমিক্স নিয়ে হাজির হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
গত শুক্রবার ওবামার হ্যামিল্টনের একটি গানের রিমিক্সের সংস্করণ প্রকাশ পায়। ‘ওয়ান লাস্ট টাইম’ শিরোনামের গানটিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বিদায়ী ভাষণে কণ্ঠ দিয়েছেন। গানে ওবামার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ক্রিস জ্যাকসন।তিনি ব্রডওয়ে থিয়েটারে মূল নাটকে জর্জ ওয়াশিংটনের ভূমিকায় অভিনয় করেছেন। গানে আরো আছেন ছয়বার গ্র্যামি পুরস্কার জয়ী বিবি উইনান্স।
২০০৯ সালে ওবামা হোয়াইট হাউসে থাকাকালীন মিরান্ডা ‘আলেক্সান্ডার হ্যামিল্টন’ গানটি গেয়েছিলেন। এমনকি ২০১৭ সালে ওবামাকে বিদায় জানানোর সময়ও এই গানটি পরিবেশন করা হয় তার সৌজন্যে। সেই থেকে মিরান্ডা প্রতি মাসে গানগুলোর নতুন রিমিক্স প্রকাশ করছে।
বিবিসি জানায়, ‘ওয়ান লাস্ট টাইম’ গানটিতে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে বিদায়ের কথা তুলে ধরা হয়েছে। এই গানে তিনি হ্যামিল্টনকে বলেন, তারা উভয়েই আমেরিকানদের শেখাবেন ‘কীভাবে একজন প্রেসিডেন্টকে বিদায় বলতে হয়’।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

সান্তা সাজে শিশুদের সামনে বড়দিনের উপহার নিয়েই থামেননি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এবার তিনি দেশটির জনপ্রিয় গীতিনাট্য ‘হ্যামিল্টন’-এর একটি গানের রিমিক্স নিয়ে হাজির হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
গত শুক্রবার ওবামার হ্যামিল্টনের একটি গানের রিমিক্সের সংস্করণ প্রকাশ পায়। ‘ওয়ান লাস্ট টাইম’ শিরোনামের গানটিতে তিনি যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের বিদায়ী ভাষণে কণ্ঠ দিয়েছেন। গানে ওবামার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন ক্রিস জ্যাকসন।তিনি ব্রডওয়ে থিয়েটারে মূল নাটকে জর্জ ওয়াশিংটনের ভূমিকায় অভিনয় করেছেন। গানে আরো আছেন ছয়বার গ্র্যামি পুরস্কার জয়ী বিবি উইনান্স।
২০০৯ সালে ওবামা হোয়াইট হাউসে থাকাকালীন মিরান্ডা ‘আলেক্সান্ডার হ্যামিল্টন’ গানটি গেয়েছিলেন। এমনকি ২০১৭ সালে ওবামাকে বিদায় জানানোর সময়ও এই গানটি পরিবেশন করা হয় তার সৌজন্যে। সেই থেকে মিরান্ডা প্রতি মাসে গানগুলোর নতুন রিমিক্স প্রকাশ করছে।
বিবিসি জানায়, ‘ওয়ান লাস্ট টাইম’ গানটিতে ওয়াশিংটনের হোয়াইট হাউস থেকে বিদায়ের কথা তুলে ধরা হয়েছে। এই গানে তিনি হ্যামিল্টনকে বলেন, তারা উভয়েই আমেরিকানদের শেখাবেন ‘কীভাবে একজন প্রেসিডেন্টকে বিদায় বলতে হয়’।