পুনরায় তফসিল দাবির বিরোধিতা আ.লীগের
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আদালতের রায়ে বিএনপির প্রার্থীশূন্য আসনে পুনঃতফসিল দাবির বিরোধিতা করে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে এ সংক্রান্ত একটি আবেদনপত্র জমা দিয়েছে তারা।
দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত আবেদনে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে। আমরা জানতে পেরেছি, বিএনপি ওই সব আসনে পুনঃতফসিলের আবেদন করেছে। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধানের আওতায় ওইসব আসনে পুনঃতফসিলের কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আদেশেও সেসব আসনে পুনঃতফসিলের কোনো নির্দেশনা নেই। নির্বাচন কমিশনের কাছে এ ধরনের পুনঃতফসিলের জন্য বিএনপির আবেদনের জোরালোভাবে বিরোধিতা করেছি।’
আবেদনপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্য মো. আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন, পুনঃতফসিলের কোনো পদক্ষেপ নেওয়ার আগে আইনকানুন খতিয়ে দেখবে তারা।’
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধি দল ইসিতে দলের প্রার্থীশূন্য আসনগুলোতে পুনঃতফসিল অথবা সংশ্লিষ্ট আসনের অন্য বৈধ প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আদালতের রায়ে বিএনপির প্রার্থীশূন্য আসনে পুনঃতফসিল দাবির বিরোধিতা করে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদার কাছে এ সংক্রান্ত একটি আবেদনপত্র জমা দিয়েছে তারা।
দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ড. সেলিম মাহমুদ স্বাক্ষরিত আবেদনে বলা হয়, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু কিছু আসনে বিএনপির প্রার্থীদের প্রার্থিতা বাতিল হয়েছে। আমরা জানতে পেরেছি, বিএনপি ওই সব আসনে পুনঃতফসিলের আবেদন করেছে। জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কিত মূল আইন গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) বিধানের আওতায় ওইসব আসনে পুনঃতফসিলের কোনো সুযোগ নেই। সুপ্রিম কোর্টের আদেশেও সেসব আসনে পুনঃতফসিলের কোনো নির্দেশনা নেই। নির্বাচন কমিশনের কাছে এ ধরনের পুনঃতফসিলের জন্য বিএনপির আবেদনের জোরালোভাবে বিরোধিতা করেছি।’
আবেদনপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগ প্রতিনিধি দলের সদস্য মো. আক্তারুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আশ্বস্ত করেছেন, পুনঃতফসিলের কোনো পদক্ষেপ নেওয়ার আগে আইনকানুন খতিয়ে দেখবে তারা।’
উল্লেখ্য, সম্প্রতি বিএনপির একটি প্রতিনিধি দল ইসিতে দলের প্রার্থীশূন্য আসনগুলোতে পুনঃতফসিল অথবা সংশ্লিষ্ট আসনের অন্য বৈধ প্রার্থীদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে।