হিন্দু বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় মামলা
ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
জেলার সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় হিন্দু বাড়িতে অগ্নিকা-ের ঘটনায় গত শুক্রবার রাতে সদর থানায় মামলা করেছে বাড়ির মালিকের ছেলে কৃষ্ণ চন্দ্র ঘোষ।
জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান লিটনসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেন কৃষ্ণ। অন্য আসামির মধ্যে শাহআলম মেম্বার, রুবেল, ইসমাইল হোসেন, মোজাহারুল ইসলাম বাদল, রবিউল ইসলাম টিপু, জাহাঙ্গীর, খায়রুল, রমজান আলী, আজিবর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন দলবল নিয়ে ওই এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ভোট প্রদানে বাধা দেওয়ার উদ্দেশ্যে তা-ব চালাতে শুরু করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার গভীর রাতে ওই বাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ ও গৃহপালিত পশু হত্যার উদ্দেশ্যে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিস ও প্রতিবেশীদের চেষ্টায় আগুন নেভানোর আগেই তার ভ্যানগাড়ি, বাইসাইকেল, শাটারিংয়ের কাঠ, টেবিল, চেয়ার, বেঞ্চ, ধানের ভুসি, মুরগি, হাঁস, টিভি, আলমারি, সিলিংফ্যান, কাপড়চোপড়সহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়।
শেয়ার করুন
ঠাকুরগাঁও প্রতিনিধি | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

জেলার সদর উপজেলার জগন্নাথপুর সিঙ্গিয়া শাহপাড়ায় হিন্দু বাড়িতে অগ্নিকা-ের ঘটনায় গত শুক্রবার রাতে সদর থানায় মামলা করেছে বাড়ির মালিকের ছেলে কৃষ্ণ চন্দ্র ঘোষ।
জগন্নাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান লিটনসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০-১২ জনকে আসামি করে মামলা করেন কৃষ্ণ। অন্য আসামির মধ্যে শাহআলম মেম্বার, রুবেল, ইসমাইল হোসেন, মোজাহারুল ইসলাম বাদল, রবিউল ইসলাম টিপু, জাহাঙ্গীর, খায়রুল, রমজান আলী, আজিবর রহমানের নাম উল্লেখ করা হয়েছে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান লিটন দলবল নিয়ে ওই এলাকার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়কে ভোট প্রদানে বাধা দেওয়ার উদ্দেশ্যে তা-ব চালাতে শুরু করে। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার গভীর রাতে ওই বাড়িতে অগ্নিসংযোগ করে মানুষ ও গৃহপালিত পশু হত্যার উদ্দেশ্যে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে দেয়। ফায়ার সার্ভিস ও প্রতিবেশীদের চেষ্টায় আগুন নেভানোর আগেই তার ভ্যানগাড়ি, বাইসাইকেল, শাটারিংয়ের কাঠ, টেবিল, চেয়ার, বেঞ্চ, ধানের ভুসি, মুরগি, হাঁস, টিভি, আলমারি, সিলিংফ্যান, কাপড়চোপড়সহ প্রায় সাড়ে ৫ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে যায়।