প্রার্থীদের নিরাপত্তা চায় বাম জোট
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
আসন্ন সংসদ নির্বাচনের প্রচারে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ করে প্রার্থীদের নিরাপত্তা চেয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল শনিবার এক বিবৃতিতে জোটের এ দাবির কথা জানান সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম।
তিনি বলেন, ‘নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পর বেশ কয়েকটি এলাকায় বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের ওপর একাধিকবার হামলা করা হয়েছে। সভা-সমাবেশ, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নামধারীরাই এসব কর্মকাণ্ডে সরাসরি জড়িত। এসব বিষয়ে স্থানীয় রিটার্নিং অফিসার, স্থানীয় থানা এবং ঢাকায় নির্বাচন কমিশনে প্রতিদিনই ঘটনা জানালেও তারা ব্যবস্থা নিচ্ছেন না।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘গতকাল টাঙ্গাইল-২ আসনে কাস্তে মার্কার প্রার্থী জাহিদ হোসেন খান, নেত্রকোনা-৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী জলি তালুকদার, সাতক্ষীরায় বাম জোটের অন্যতম নেতা আজিজুর রহমানের ওপর ও চাঁদপুরে মই মার্কার প্রার্থী শাহজাহান তালুকদারের ওপর হামলা চালানো হয়েছে এবং প্রচারে বাধা দেওয়া হয়েছে।’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

আসন্ন সংসদ নির্বাচনের প্রচারে হামলা ও বাধা দেওয়ার অভিযোগ করে প্রার্থীদের নিরাপত্তা চেয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল শনিবার এক বিবৃতিতে জোটের এ দাবির কথা জানান সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম।
তিনি বলেন, ‘নির্বাচন কার্যক্রম শুরু হওয়ার পর বেশ কয়েকটি এলাকায় বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীদের ওপর একাধিকবার হামলা করা হয়েছে। সভা-সমাবেশ, প্রচারে বাধা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ নামধারীরাই এসব কর্মকাণ্ডে সরাসরি জড়িত। এসব বিষয়ে স্থানীয় রিটার্নিং অফিসার, স্থানীয় থানা এবং ঢাকায় নির্বাচন কমিশনে প্রতিদিনই ঘটনা জানালেও তারা ব্যবস্থা নিচ্ছেন না।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘গতকাল টাঙ্গাইল-২ আসনে কাস্তে মার্কার প্রার্থী জাহিদ হোসেন খান, নেত্রকোনা-৪ আসনে কাস্তে মার্কার প্রার্থী জলি তালুকদার, সাতক্ষীরায় বাম জোটের অন্যতম নেতা আজিজুর রহমানের ওপর ও চাঁদপুরে মই মার্কার প্রার্থী শাহজাহান তালুকদারের ওপর হামলা চালানো হয়েছে এবং প্রচারে বাধা দেওয়া হয়েছে।’