শক্তিমান চাকমা হত্যায় যুবক গ্রেপ্তার
চট্টগ্রাম ব্যুরো | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বাসস্ট্যান্ড থেকে গত শুক্রবার রাতে অস্ত্রসহ কালীশংকর চাকমা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তিনি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির একাংশের নেতা শক্তিমান চাকমা হত্যায় জড়িত বলে জানিয়েছে র্যাব। তাকে নিয়ে শক্তিমান হত্যার ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক সোহেল মাহমুদ জানিয়েছেন, কালীশংকর রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার কাছে একটি দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে। কালীশংকরের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত ৩ মে শক্তিমান মোটরসাইকেলে করে নানিয়ারচর উপজেলা পরিষদে যাওয়ার সময় পথে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে রাঙ্গামাটিতে একটি মাইক্রোবাসে গুলি চালিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রধান তপনজ্যোতি চাকমা বর্মাসহ পাঁচজনকে হত্যা করা হয়।
শেয়ার করুন
চট্টগ্রাম ব্যুরো | ২৩ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা বাসস্ট্যান্ড থেকে গত শুক্রবার রাতে অস্ত্রসহ কালীশংকর চাকমা (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭। তিনি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির একাংশের নেতা শক্তিমান চাকমা হত্যায় জড়িত বলে জানিয়েছে র্যাব। তাকে নিয়ে শক্তিমান হত্যার ঘটনায় এ পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-৭ এর উপ-অধিনায়ক সোহেল মাহমুদ জানিয়েছেন, কালীশংকর রাঙ্গামাটি থেকে চট্টগ্রামে আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। তার কাছে একটি দেশীয় অস্ত্র ও পাঁচ রাউন্ড গুলি পাওয়া গেছে। কালীশংকরের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
গত ৩ মে শক্তিমান মোটরসাইকেলে করে নানিয়ারচর উপজেলা পরিষদে যাওয়ার সময় পথে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরদিন তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যাওয়ার পথে রাঙ্গামাটিতে একটি মাইক্রোবাসে গুলি চালিয়ে ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রধান তপনজ্যোতি চাকমা বর্মাসহ পাঁচজনকে হত্যা করা হয়।