সবচেয়ে প্রভাবশালী প্রাণী এস্থার
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০
৬৫০ পাউন্ড ওজনের এস্থারের এখন উদ্যাপনের সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে প্রভাবশালী প্রাণীর খেতাব পেয়েছে এই শূকর। এর আগেই সে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলারে জায়গা পেয়ে ও ক্যানসার থেকে বেঁচে গণমাধ্যমে আলোড়ন তুলেছে।
পেটার ত্রয়োদশ বার্ষিক লিব্বি পুরস্কার জিতেছে এস্থার। প্রাণিকুলের কল্যাণ ও মুক্তির জন্য নিবেদিত কোম্পানি, ব্র্যান্ড ও সেলিব্রিটিদের সম্মাননা দেওয়া হয় এই পুরস্কারের মাধ্যমে।
ছয় বছর আগে কানাডার অন্টারিওর স্টিভ জেনকিনস ও ডেরেক ওয়াল্টার্স যখন পিচ্চি এস্থারের দত্তক নেন, তখন তার ওজন ছিল ৪ পাউন্ড। ছয় বছর পর আর যা-ই হোক, তাকে আর ছোট বলা যাবে না, কারণ তার বিশাল বপুর ওজন ৬৫০ পাউন্ড।
সামাজিক মাধ্যমে এস্থার বিশাল সেলিব্রিটি। ইন্সটাগ্রামে তার চার লাখের বেশি ফলোয়ার আছে; তার ফেইসবুক পেইজে ১০ লাখের বেশি লাইক পড়েছে।
শেয়ার করুন
রূপান্তর ডেস্ক | ২৪ ডিসেম্বর, ২০১৮ ০০:০০

৬৫০ পাউন্ড ওজনের এস্থারের এখন উদ্যাপনের সময়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে প্রভাবশালী প্রাণীর খেতাব পেয়েছে এই শূকর। এর আগেই সে নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলারে জায়গা পেয়ে ও ক্যানসার থেকে বেঁচে গণমাধ্যমে আলোড়ন তুলেছে।
পেটার ত্রয়োদশ বার্ষিক লিব্বি পুরস্কার জিতেছে এস্থার। প্রাণিকুলের কল্যাণ ও মুক্তির জন্য নিবেদিত কোম্পানি, ব্র্যান্ড ও সেলিব্রিটিদের সম্মাননা দেওয়া হয় এই পুরস্কারের মাধ্যমে।
ছয় বছর আগে কানাডার অন্টারিওর স্টিভ জেনকিনস ও ডেরেক ওয়াল্টার্স যখন পিচ্চি এস্থারের দত্তক নেন, তখন তার ওজন ছিল ৪ পাউন্ড। ছয় বছর পর আর যা-ই হোক, তাকে আর ছোট বলা যাবে না, কারণ তার বিশাল বপুর ওজন ৬৫০ পাউন্ড।
সামাজিক মাধ্যমে এস্থার বিশাল সেলিব্রিটি। ইন্সটাগ্রামে তার চার লাখের বেশি ফলোয়ার আছে; তার ফেইসবুক পেইজে ১০ লাখের বেশি লাইক পড়েছে।
শেয়ার করুন